TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে সুপার স্টোর টেসকোতে খাদ্যপণ্যে সীমা নির্ধারণঃ একসাথে বেশি কেনা যাবে না

যুক্তরাজ্যের সবচেয়ে বড় সুপারমার্কেট চেইন টেসকো-তে এখন থেকে একসাথে সীমিত সংখ্যক খাদ্যপণ্য কেনা যাবে। ক্রেতারা অনেক সময় না জেনেই নতুন এই নিয়মের আওতায় পড়ছেন, যা নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে সর্বাধিক ক্রয় সীমা (maximum purchase quantity) নির্ধারণ করেছে।
টেসকোর ওয়েবসাইটে বলা হয়েছে, “আমাদের সব পণ্যের সরবরাহ নিশ্চিত করতে, ক্রেতাদের প্রতি পণ্যের ক্ষেত্রে সর্বাধিক ক্রয়ের সংখ্যা নির্ধারণ করা থাকতে পারে।” অর্থাৎ, কোনো একটি পণ্য একসাথে নির্দিষ্ট সংখ্যার বেশি কেনা সম্ভব নয়।

বর্তমানে কিছু জনপ্রিয় খাদ্যপণ্যে এই সীমা ১৬ ইউনিট পর্যন্ত নির্ধারিত হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে—Tesco Whole Cucumber, Greek Style Natural Yogurt, Parmigiano Reggiano Cheese, 100% Pure Orange Juice, British Semi Skimmed Milk, Beef Mince, Chicken Mince, Toastie Bread এবং Honey Roast Ham Slices ইত্যাদি।

সুপারমার্কেটটির এই পদক্ষেপ মূলত পণ্যের পর্যাপ্ততা নিশ্চিত করা এবং অতিরিক্ত মজুদ ঠেকানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে। টেসকোর প্রায় ২ কোটি ক্লাবকার্ড গ্রাহক থাকা সত্ত্বেও অনেকেই এই নিয়ম সম্পর্কে অবগত নন, ফলে কেনাকাটার সময় হঠাৎ করে সীমাবদ্ধতার মুখে পড়ছেন।

সারা দেশে ২,৯০০-রও বেশি শাখা পরিচালনাকারী টেসকো জানিয়েছে, তাদের লক্ষ্য হচ্ছে—প্রত্যেক ক্রেতা যেন প্রয়োজনীয় পণ্যটি সহজে পেতে পারেন। এই নীতির মাধ্যমে জনপ্রিয় পণ্যের সরবরাহ ও চাহিদার ভারসাম্য রক্ষা করা হবে বলে আশা করছে সংস্থাটি।

সূত্রঃ দ্য এক্সপ্রেস

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে বাস-ট্রেনে জোরে কথা নয়, হেডফোন ব্যবহার করুনঃ নতুন বার্তা TfL-এর

যুক্তরাজ্যে বাড়ির দাম বৃদ্ধির রেকর্ড উর্ধগতি

যুক্তরাজ্যে নিলামে টিপু সুলতানের তলোয়ার বিক্রি