13.3 C
London
June 1, 2023
TV3 BANGLA
ইউরোপযুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ১ হাজার ৮৭০ কর্মী ছাঁটাই করছে জাস্ট ইট

বিক্রিতে মন্দার জেরে যুক্তরাজ্যে ১ হাজার ৮৭০ কর্মীকে ছাঁটাই করছে জাস্ট ইট। বৃটিশ গণমাধ্যমের  খবরে জানা যায়, কোম্পানিটি নিজস্ব কুরিয়ার সেবায় কর্মী নিয়োগ বন্ধ করবে। এর পরিবর্তে চুক্তিভিত্তিক কর্মী নেবে। ফলে ১ হাজার ৭০০ জন নিয়মিত কর্মী চাকরি হারাবেন। পরিচালনার দায়িত্বে থাকা ১৭০ জনকেও বাদ দেয়া হবে।
এরই মধ্যে চালক ও রাইডারদের ছয় সপ্তাহের নোটিস দেয়া হয়েছে। মূলত কোভিড বিধিনিষেধ বাতিল হওয়ায় ভোক্তারা পাব ও রেস্টুরেন্টে ফিরতে শুরু করেছে। গত বছর লন্ডনভিত্তিক টেকওয়ে ডেলিভারি ফার্মটির গ্রাহকসংখ্যা ৯ শতাংশ কমেছে।
ইউরোপের বৃহত্তম টেকওয়ে ডেলিভারি কোম্পানি জাস্ট ইট। যুক্তরাজ্য ছাড়াও আয়ারল্যান্ড, স্লোভাকিয়া এমনকি ফ্রান্সের কিছু অংশে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ দিয়ে থাকে জাস্ট ইট।

আরো পড়ুন

পুরনো মোবাইল-ল্যাপটপ থেকে সোনা বের করবে রয়্যাল মিন্ট

অনলাইন ডেস্ক

২১ জুন বিধিনিষেধ তুলে ফেলার ব্যপারে সতর্ক হতে হবে: বরিস জনসন

ইংল্যান্ডে কোভিড আইসোলেশন আইন বাতিলের সম্ভাবনা