15.6 C
London
October 5, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ এনার্জি বিল

যুক্তরাজ্যে এনার্জি বিল গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ ও দ্রুততম হারে বেড়ে গিয়ে লক্ষ পরিবারকে অর্থনৈতিক সংকটে ফেলে দিয়েছে।

 

যুক্তরাজ্যের মুদ্রাস্ফীতির হার এপ্রিল পর্যন্ত ৯%। লক্ষাধিক মানুষ গত মাসে জ্বালানি খরচ বছরে ৭০০ পাউন্ড এর অভূতপূর্ব বৃদ্ধি দেখে শঙ্কিত।

 

ইউক্রেন যুদ্ধের ফলাফল হিসাবে উচ্চ জ্বালানি এবং খাদ্যের দাম, জীবনযাত্রার ব্যয়কেও ঠেলে দিচ্ছে। এই বছর মুদ্রাস্ফীতি আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।

 

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) অনুসারে এপ্রিল মাসে মূল্যস্ফীতি বৃদ্ধির প্রায় তিন চতুর্থাংশ উচ্চ বিদ্যুত ও গ্যাস বিল থেকে এসেছে।

 

সিটিজেনস অ্যাডভাইসের প্রধান নির্বাহী ডেম ক্লেয়ার মরিয়ার্টি বলেছেন, ‘এই পরিসংখ্যানগুলোর পেছনে কষ্টের কিছু গল্প রয়েছে। মানুষ তাদের রান্নাঘরের সিংকে ধোয়ার কাজ সেরে ফেলছে কারণ তারা গিজার খরচ বহন করতে পারছে না। পিতামাতারা তাদের বাচ্চাদের খাওয়ানোর জন্য বেবিফুড এড়িয়ে যাচ্ছেন। প্রতিবন্ধী ব্যক্তিরা এনার্জি বিল বৃদ্ধির কারণে গুরুত্বপূর্ণ সরঞ্জাম ব্যবহার করতে পারছে না।’

 

১৯ মে ২০২২
সূত্র: বিবিসি

 

আরো পড়ুন

যুক্তরাজ্যের মসজিদ সুরক্ষায় ২৪.৫ মিলিয়ন পাউন্ড বরাদ্দ

ইসরায়েলে নিষিদ্ধ জাতিসংঘের মহাসচিব

হজ-ওমরাহ সহজ করতে ঢাকায় নুসুক প্ল্যাটফর্ম চালু করছে সৌদি