21.7 C
London
July 15, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্য ও নর্দান আয়ারল্যান্ড ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য বড় মুহূর্তের মুখোমুখি

ব্রেক্সিট চুক্তির আওতায় উত্তর আয়ারল্যান্ডের জন্য বিশেষ শুল্ক ব্যবস্থা নিয়ে বিরোধ মিটতে চলেছে বলে ‘দ্য টেলিগ্রাফ’ দাবি করেছে৷
ব্রেক্সিট চুক্তির আওতায় উত্তর আয়ারল্যান্ড প্রোটোকল নিয়ে ইইউ-র সঙ্গে বিরোধও ব্রিটেনের উপর বাড়তি চাপ সৃষ্টি করছে৷ ‘দ্য টেলিগ্রাফ’ সংবাদপত্রের সূত্র অনুযায়ী সেই বিরোধ মেটাতে আগামী দুই সপ্তাহের মধ্যে দুই পক্ষ নতুন এক বোঝাপড়ার ঘোষণা করতে চলেছে৷ নতুন চুক্তির আওতায় যে সব পণ্য যুক্তরাজ্যের মূল ভূখণ্ড থেকে উত্তর আয়ারল্যান্ড প্রদেশে প্রবেশ করবে, শুল্ক বিভাগকে সেগুলি আলাদা করে পরীক্ষা করতে হবে না৷ ‘রেড লেন’ ও ‘গ্রিন লেন’ ব্যবস্থার মাধ্যমে সেগুলি দ্রুত গন্তব্যে পৌঁছে যাবে বলে ‘দ্য টেলিগ্রাফ’ দাবি করেছে৷ ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর অবশ্য এখনো সেই খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় নি৷
উল্লেখ্য, ইইউ-র একক বাজারের সুরক্ষা নিশ্চিত করতে ২০২১ সালে নর্দান আয়ারল্যান্ড প্রোটোকল কার্যকর করা হয়েছিল৷ এর আওতায় ব্রেক্সিটের পরেও ব্রিটেনের উত্তর আয়ারল্যান্ড প্রদেশকে কার্যত ইইউ-র একক বাজারে রেখে দেওয়া হয়েছে৷ ফলে যুক্তরাজ্যের মূল ভূখণ্ডের সঙ্গে সেই প্রদেশের মধ্যে এক শুল্ক সীমা সৃষ্টি হয়েছে৷ বরিস জনসনের সরকার সেই চুক্তি স্বাক্ষর করলেও চুক্তির সব শর্ত কার্যকর করতে বার বার অস্বীকার করেছে৷ ফলে ব্রাসেলস ও লন্ডনের মধ্যে মনোমালিন্য দুই পক্ষের সম্পর্ক আরও জটিল করে তুলেছে৷
যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক উত্তর আয়ারল্যান্ডের রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলতি সপ্তাহে একটি বৈঠক করছেন যাতে মূল উদ্দেশ্য হল চুক্তি সাক্ষর করে সমস্যা সমাধান করা।
মিঃ সুনাক জার্মানিতে ইইউ নেতাদের সাথে দেখা করতে যাওয়ার আগে বেলফাস্টের কাছে একটি হোটেলে দলীয় নেতাদের সাথেও দেখা করেছেন।
উত্তর আয়ারল্যান্ডের সিন ফেইনের প্রেসিডেন্ট মেরি লু ম্যাকডোনাল্ড বলেছেন যে তিনি বিশ্বাস করেন “আলোচনায় খুব উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
 আমি বিশ্বাস করি যে চুক্তি অবশ্যই প্রয়োজনীয় এবং আশা করি যে আমরা বিষয়গুলির একটি দ্রুত সফল উপসংহার দেখতে পাব”।
অ্যালায়েন্স পার্টির নেতা নাওমি লং বলেন বৃটিশ প্রধানমন্ত্রীর সাথে “খুব গঠনমূলক এবং ইতিবাচক বৈঠক” হয়েছে।
সোশ্যাল ডেমোক্রেটিক এবং লেবার পার্টির নেতা কলাম ইস্টউড এমপি বলেছেন,” আলোচনা নিয়ে মোটামুটি খুব আশাবাদী এবং আশাকরি এই বিষয়ে দ্রুত একটা সিদ্ধান্ত আসবে”।
ইউনিয়নবাদী দলগুলোর মধ্যে উদ্বেগ থাকা সত্ত্বেও, উত্তর আয়ারল্যান্ড অ্যাসেম্বলির অনেক সদস্য এই প্রোটোকলের পক্ষে অবস্থান করছেন।
সিন ফেইন, অ্যালায়েন্স পার্টি এবং এসডিএলপি বলেছে যে এটির বাস্তবায়ন সহজ করার জন্য প্রোটোকলের উন্নতি প্রয়োজন।
বৈঠকের পর প্রধানমন্ত্রী একটি নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে মিউনিখে যাবেন, যেখানে তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের সঙ্গে দেখা করবেন।
এম.কে
১৭ ফেব্রুয়ারি ২০২৩

আরো পড়ুন

ফিলিস্তিনিদের জীবনে কখনও এমন রমজান আসেনি: আন্তোনিও গুতেরেস

ফার্স্ট টাইম বায়ারের বাড়ি কেনার সুযোগ-সুবিধা (দ্বিতীয় পর্ব)

অনলাইন ডেস্ক

Levelling Up For Landlords 🏠