6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্য স্বরাষ্ট্রসচিবের বিরুদ্ধে রাগ ঝাড়লেন লন্ডন মেয়র

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রসচিবের সমালোচনা করেছেন লন্ডন মেয়র সাদিক খান। ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকে “ঘৃণ্য মার্চ” হিসাবে বর্ণনা করা সুয়েলা ব্র্যাভারম্যানের সমালোচনাকে সাদিক খান ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন স্বরাষ্ট্রসচিবের “ভঙ্গিমা” সম্প্রদায়গুলিকে বিভক্ত করতে পারে।

স্কাই নিউজের রাজনীতি হাব প্রোগ্রামের জন্য বেথ রিগবির সাথে কথা বলার সময় লন্ডনের মেয়র জানান, বিভিন্ন দেশের বড় বড় শহরগুলোতে মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করে আসছে। যা সম্পূর্ণ আইনী এবং নিরাপদ বলে তিনি মনে করেন।

সাদিক খান স্বরাষ্ট্রসচিবকে মেট্রোপলিটন পুলিশ প্রধান স্যার মার্ক রাউলির সাথে কথা বলার জন্য অনুরোধ করেন। তারমতে মেট্রোপলিটন পুলিশ বলতে পারবে এইসব র‍্যালি হতে আক্রমণাত্মক কোনো কার্যক্রম হয় কিনা।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, চলমান ইসরায়েল-হামাস সংঘাতের মধ্যে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানানোর জন্য কয়েক হাজার মানুষ গত তিন সপ্তাহ ধরে যুক্তরাজ্যের বিভিন্ন রাস্তায় নেমেছে।

উল্লেখ্য যে, যুক্তরাজ্যের রাস্তায় হাজার হাজার মানুষের র‍্যালি হতে অনেক বিক্ষোভকারী গাজাস্ট্রিপে ইসরায়েলের বিমান হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন। তবে এইসব বিক্ষোভ হতে কিছু উদ্বেগজনক ঘটনারও খবর পাওয়া যায়। অনেকে জিহাদের পক্ষে শ্লোগান ধরেছিলেন কিংবা কেউ অ্যান্টিসেমিটিক শ্লোগানও দিয়েছিলেন বলে সংবাদমাধ্যমের খবরে জানা যায়।

এম.কে
০১ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

যুক্তরাজ্যের প্রতিটি পরিবার ৪০০ পাউন্ড জ্বালানি ছাড় পাবে

ব্রিটিশ সেনাবাহিনীর টুইটার-ইউটিউব হ্যাকিংয়ের কবলে

ইউক্রেন সফরে বরিস জনসন

অনলাইন ডেস্ক