3.2 C
London
January 9, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয়ঃ ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশি অভিবাসীদের কত শতাংশ সরকারি সহায়তা নেয় সেটির একটি তালিকা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে দেখা গেছে দেশটিতে যত বাংলাদেশি পরিবার থাকে তাদের ৫৪ শতাংশেরও বেশি সহায়তা নেন।

 

স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে ১২০টি দেশ ও অঞ্চলের তালিকা প্রকাশ করেছেন ট্রাম্প। সেখানে ভারত বাদে দক্ষিণ এশিয়ার সব দেশের নাম আছে। ভারতের নাম কেন রাখা হয়নি সেটি স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্র অভিবাসীদের বিভিন্নভাবে সহায়তা করে থাকে। এরমধ্যে খাদ্য, সরকারি স্বাস্থ্য এবং ঘর ভাড়ার জন্য সরকার সহায়তা দেয়।

এরমধ্যে সবচেয়ে বেশি (৮১ দশমিক ৪ শতাংশ) সহায়তা নেয় ভুটানের অভিবাসী পরিবারগুলো। দ্বিতীয় সর্বোচ্চ ইয়েমেন (৭৫ দশমিক ২ শতাংশ)। আর তৃতীয় সর্বোচ্চ ৭১ দশমিক ৯ শতাংশ সোমালিয়ার অভিবাসী পরিবারগুলো সহায়তা নেয়।

ট্রাম্পের প্রকাশিত তালিকা থেকে দেখা গেছে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশি পরিবারগুলোই (৫৪ দশমিক ৮ শতাংশ) সবচেয়ে বেশি সহায়তা নেয়।

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে আফগানিস্তান (৬৮ দশমিক ১), নেপাল (৩৪ দশমিক ৮), পাকিস্তান (৪০ দশমিক ২)।

সূত্রঃ ট্রাম্প ট্রুথ সোশ্যাল

এম.কে

আরো পড়ুন

দুর্নীতির শঙ্কায় টিউলিপের চাচিকে নাগরিকত্ব দেয়নি মাল্টা

সাংবাদিক নূরুল কবিরকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ, তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

তিস্তায় সব পানি আটকাতে ভারতের নতুন পদক্ষেপ