12.6 C
London
December 18, 2024
TV3 BANGLA
মধ্যপ্রাচ্য

যে কারণে মাত্র ১৬ বছর বয়সেই দুবাইয়ে হওয়া যাবে মসজিদের ইমাম

দুবাইয়ে তরুণদের নামাজসহ সমাজ সচেতনতা ও শিক্ষা কার্যক্রমে নেতৃত্ব এবং অবদান রাখার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে দেশটি। সেই লক্ষ্যে এখন থেকে মাত্র ১৬ বছর বয়সেই মসজিদের ইমাম হতে পারবেন দুবাইয়ের ছেলেরা। উদ্যোগটির নাম ইমাম আল ফারিজ। ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট এ প্রকল্প বাস্তবায়ন করছে।

বিষয়টি নিয়ে বিভাগের মহাপরিচালক আহমেদ দারউইশ আল মুহাইরি বলেন, তরুণরা যেন দুবাইয়ের মসজিদে নামাজের নেতৃত্ব দিতে পারে এবং সমাজে সচেতনতা ও শিক্ষা কার্যক্রমে অবদান রাখতে পারে সেই লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।

দুবাইয়ের ক্রাউন প্রিন্স এবং আইএসিএডির নির্বাহী পরিষদের চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের নির্দেশের ভিত্তিতে ইমাম আল ফারিজ চালু করা হয়েছে। মূলত মুয়াজ্জিন আল ফারিজের সফলতায় অনুপ্রাণিত হয়ে তিনি এ প্রকল্প চালু করেছেন। মুয়াজ্জিন আল ফারিজের মাধ্যমে দুবাইয়ের আশপাশের এলাকার শিশুদের মধ্য থেকে সবচেয়ে সেরা মুয়াজ্জিন বেছে আনা হয়েছে।

উল্লেখ্য, দুবাইয়ের ১৬ থেকে ২১ বছর বয়সি কিশোরদের জন্য ইমাম আল ফারিজ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শহরের ৭০টি মসজিদে অংশগ্রহণকারী কিশোর ও যুবাদের ৪ মাসের প্রশিক্ষণ দেয়া হবে। ১ মে থেকেই সন্তানদের এ কোর্সে ভর্তি করতে পারবেন বাবা-মায়েরা।

সূত্রঃ খালিজ টাইমস

এম.কে
০৫ মে ২০২৪

আরো পড়ুন

আরব আমিরাতে স্পন্সর ছাড়া কাজ করতে পারবেন গ্রিন ভিসাধারীরা

মরুর বুকে এঁকেবেঁকে চলবে ২৫ হাজার কোটি ডলারের রেলপথ

বাংলাদেশসহ ৫ দেশ থেকে গৃহকর্মী নিচ্ছে কুয়েত