4.3 C
London
December 28, 2024
TV3 BANGLA
মধ্যপ্রাচ্য

রমজানে কুয়েতে অফিস ৪ ঘণ্টা

পবিত্র রমজান মাসে কর্মঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। কর্মীদের জন্য কাজের সময় কমিয়ে ৪ ঘণ্টা করার ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

গালফ নিউজের তথ্যমতে, রমজানে কর্মঘণ্টা কমানো হচ্ছে কুয়েতে। পাশাপাশি দেশটির নারী কর্মীরা কর্মস্থলে দুটি গ্রেস পিরিয়ড পাবেন। কাজের শুরুর দিকে ১৫ মিনিট এবং অন্যটি তারা নিতে পারবেন কাজের শেষের দিকে। অন্যদিকে, পুরুষ কর্মীরা কাজের শুরুর দিকে একটি গ্রেস পিরিয়ড পাবেন।

এছাড়া রমজান মাসে অনুমোদিত আংশিক অনুপস্থিতির জন্য সর্বাধিক দুই ঘণ্টা এবং সর্বনিম্ন এক ঘণ্টা নির্ধারণ করা হয়েছে।

দেশটির সিভিল সার্ভিস কমিশনের আর্থিক ও প্রশাসনিক বিষয়ক খাত দ্বারা কর্মচারীদের কর্মক্ষমতা মূল্যায়নের শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়৷

এ বিষয়ে আর্থিক ও প্রশাসনিক বিষয়ক অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি সালাহ খালেদ আল সাকাবি জানান, যোগ্য কর্মচারীরা রমজানে একটি চমৎকার কাজের পারফরম্যান্স বোনাস পাবেন।

সূত্রঃ গালফ নিউজ

এম.কে
১৮ ফেব্রুয়ারি ২০২৪

আরো পড়ুন

বৈধ হজযাত্রীদের গায়ে ডিজিটাল ট্যাগ দেবে সৌদি আরব

কাবা থেকে সাড়ে তিন কিলোমিটার দূর গেল নামাজের কাতার

আকাশচুম্বী কাঁচের দেয়ালের ভেতর ১৭০ কি.মি. দীর্ঘ শহর গড়বে সৌদি