5.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

রাজনৈতিক নেতা–কর্মীদের বিরুদ্ধে দেড় লাখ মামলা করেছিল বিগত সরকার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘১৬ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শরিক হতে গিয়ে ১ লাখ ৫২ হাজার মামলায় ৬২ লাখ রাজনৈতিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছিল।

যারা ১৬ বছর ধরে আন্দোলন–সংগ্রামের মাধ্যমে মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে গেছেন, তাদের ভুলে গেলে চলবে না। জুলাই-আগস্টে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন, আমরা তাদেরও স্মরণ করতে চাই।’

এ সময় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘টেকসই না হলে সংস্কার হবে মূল্যহীন। সংস্কার সেরে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে দিন। জবাবদিহিমূলক সরকার ফিরিয়ে আনুন।

এই সরকারকে জনগণের সরকার বলা যাবে। তবে গণতান্ত্রিক নির্বাচিত সরকার বলা যাবে না। এই সরকারকে আমরা সমর্থন দিয়েছি, সমর্থন দিয়ে যাব। আমরা সরকারের কাছে সুস্পষ্ট রোডম্যাপ চাই।’

এম.কে
০১ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

এক পাউন্ডে ১৫৪ টাকা, দরপতনে রেকর্ড

ভোটার হতে গিয়ে পাগলের তালিকায়

আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের ভিসা ও কনস্যুলার সেবা বন্ধ