রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ৮৭ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশ জয়ের পথে ভ্লাদিমির পুতিন। বুথ ফেরত সমীক্ষার বরাত দিয়ে আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে টানা তিন দিন ধরে দেশটিতে ভোটগ্রহণ চলে।
রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাস জানিয়েছে, দেশটির স্থানীয় সময় রোববার দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত ভোটারের উপস্থিতি ছিল ৬৫ দশমিক ৫০ শতাংশ।
বিবিসি বলছে, পুতিন যে পঞ্চমবারের মতো ক্ষমতায় আসছেন তা আগে থেকেই ধারণা করা হচ্ছিল। কেননা দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এ ছাড়া যারা পুতিনের বিরোধী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন তারাও কার্যত তার অনুসারী।
এদিকে দেশটিতে নির্বাচনে বিরোধিতা ও ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ৭৫ জনকে আটক করা হয়েছে।
এর আগে গত ২০১৮ সালের নির্বাচনে পুতিন ৭৬ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। সেই নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল ৬৭ দশমিক ৫ শতাংশ।
সূত্রঃ বিবিসি
এম.কে
১৮ মার্চ ২০২৪