4.2 C
London
February 26, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনের হ্যারোতে বাস দূর্ঘটনায় একজনের মৃত্যু

যুক্তরাজ্যের উত্তর-পশ্চিম লন্ডনে একটি বাসের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছেন এবং তিনজন আহত হয়েছেন।

এই ঘটনা সোমবার রাত আনুমানিক ৯:১৫-এর দিকে হ্যারোর হুইটমোর রোডের কাছে ঘটেছে।

ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, ৩৯৫ নম্বর বাসের সামনের কাচ ভেঙে গেছে এবং একটি গাড়ির ডান পাশে স্পষ্টভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ঝোপ ও বেড়ার মাঝে আটকে আছে।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে যে, ২৪ ফেব্রুয়ারি রাত ৯:১৭-এ সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তারা সাড়া দেয়।

তারা আরও জানায়, “আমরা ঘটনাস্থলে একাধিক দল পাঠিয়েছিলাম, যার মধ্যে ছিল অ্যাম্বুলেন্স ক্রু, প্যারামেডিক টিম ও কমান্ড সাপোর্ট যানবাহন।

আমরা লন্ডনের এয়ার অ্যাম্বুলেন্স থেকে একটি ট্রমা টিমও পাঠিয়েছিলাম। ঘটনাস্থলে চারজন রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে, যাদের মধ্যে দুইজনকে পরবর্তীতে ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয় এবং একজনকে ঘটনাস্থল হতেই ছেড়ে দেওয়া হয়েছে।

আমাদের দল সর্বোচ্চ চেষ্টা করার পরও একজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে।”

স্কাই নিউজ মেট্রোপলিটন পুলিশের সঙ্গে তথ্যের জন্য যোগাযোগ করেছে বলে জানা যায়।

সূত্রঃ স্কাই নিউজ

এম.কে
২৫ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যের সাবেক দুই স্বরাষ্ট্র সচিবের নামে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

যুক্তরাজ্যের ব্ল্যাকওয়েল ও সিলভারটাউন টানেলে যুক্ত হচ্ছে নতুন টোল

টেসকো সুপারস্টোরে আজ কাজ করছে না কন্ট্রাক্টলেস পেমেন্ট সিস্টেম, গ্রাহকদের ভোগান্তি