6.6 C
London
December 19, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

লন্ডনে নর্দমায় পাওয়া গেল পোলিও ভাইরাস!

লন্ডনের নর্দমার নমুনায় পোলিওর প্রাদুর্ভাব ধরা পড়েছে। ২০০৩ সালে যুক্তরাজ্যে ভাইরাসটিকে আনুষ্ঠানিকভাবে নির্মূল ঘোষণা করা হয়েছিল। এটি পক্ষাঘাত সৃষ্টি করতে পারে এবং জীবন-হুমকির কারণ হতে পারে, তাই রাজধানীতে এর প্রাদুর্ভাব উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছে।

 

ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি এটিকে ‘ন্যাশনাল ইন্সিডেন্ট’ ঘোষণা করেছে এবং জনগণকে তাদের ভ্যাকসিনগুলি আপ টু ডেট আছে কীনা তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

 

ভাইরাসের যে কোনও সম্ভাব্য ক্ষেত্রে সতর্ক থাকতে এবং সম্ভাবনা থাকলে মলের নমুনা নিতে বলা হয়েছে ডাক্তার এবং স্বাস্থ্যসেবাকর্মীদের।

 

যে নর্দমার নমুনায় পোলিও পাওয়া গেছে সেটি লন্ডন বেকটন স্যুয়েজ ট্রিটমেন্ট ওয়ার্কস থেকে সংগ্রহ করা হয়েছিল, যা উত্তর এবং পূর্ব লন্ডনে প্রায় চার মিলিয়ন মানুষকে সেবা করে।

 

ভাইরাসটিকে একটি বিচ্ছিন্ন কেস হিসাবে চিহ্নিত করা এবং আবার সনাক্ত না হওয়া স্বাভাবিক – তবে বিশেষজ্ঞরা শঙ্কার কথা জানিয়েছেন।

 

বলা হচ্ছে এর ঝুঁকি কম, তবে অভিভাবকদের নিশ্চিত করা উচিত যে তাদের বাচ্চাদের এই রোগের বিরুদ্ধে সম্পূর্ণ টিকা দেওয়া হয়েছে।

 

২৩ জুন ২০২২
এনএইচ

আরো পড়ুন

বাংলাদেশসহ ৩১ দেশের মানবাধিকার সমস্যা নিয়ে কাজ করবে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

নিউ স্টার্ট অংশগ্রহণে স্থগিতাদেশ দুই পারমাণবিক শক্তিসম্পন্ন দেশের সম্পর্ক শীতল করে তুলেছে

নিউজ ডেস্ক

হ্যারির সঙ্গে বিচ্ছেদের পথে এগুচ্ছেন ম্যাগান