আগামী ৫ সেপ্টেম্বর থেকে লন্ডন আন্ডারগ্রাউন্ডে টানা সাত দিনের ধর্মঘট শুরু হবে। এতে রাজধানীতে প্রতিদিনের যাতায়াতে লাখো মানুষ ভোগান্তিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
টিউব ইউনিয়ন আরএমটি (RMT) জানিয়েছে, মজুরি ও অন্যান্য দাবিকে কেন্দ্র করে নেটওয়ার্ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ভেঙে পড়ার পর এ ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ধর্মঘটকারীরা অভিযোগ করেছেন, কর্মীদের ক্লান্তি ব্যবস্থাপনা, চরম শিফট প্যাটার্ন, কর্মসপ্তাহ হ্রাস এবং পূর্বে করা চুক্তি বাস্তবায়নের ব্যর্থতা নিয়ে তারা দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন।
এদিকে আলাদা এক বিরোধের কারণে ৭ সেপ্টেম্বর থেকে ডকল্যান্ডস লাইট রেলওয়ে (DLR)-এর কর্মীরাও ধর্মঘটে যাবেন। ইউনিয়নের ভাষ্য, এতে লন্ডনের পরিবহন নেটওয়ার্কে “গুরুতর অস্থিরতা” দেখা দেবে।
আরএমটি’র মহাসচিব এডি ডেম্পসি বলেন, “আমাদের সদস্যরা কঠোর পরিশ্রম করে রাজধানী সচল রাখছেন এবং দিনরাত কাজ করে লন্ডনবাসীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন। তারা বিশাল অংকের টাকা চান না, তবে ক্লান্তি ও চরম শিফট রোটেশনের কারণে তাদের স্বাস্থ্য ও সুস্থতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ এসব বিষয়ে বছরের পর বছর কোনো পদক্ষেপ নেয়নি লন্ডন আন্ডারগ্রাউন্ড কর্তৃপক্ষ।”
তিনি আরও যোগ করেন, কর্মীদের যাতায়াত সুবিধা নিয়ে ঝুলে থাকা সমস্যার কারণে এক ধরনের অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছে। “আমাদের সদস্যরা মনে করছেন কেউ তাদের কথা শুনছে না। আরএমটি লন্ডন আন্ডারগ্রাউন্ড কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে, যেন একটি সংশোধিত প্রস্তাবের মাধ্যমে সমঝোতায় পৌঁছানো যায়।”
সূত্রঃ দ্য সান
এম.কে
২১ আগস্ট ২০২৫