7.2 C
London
December 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

লন্ডন জুড়ে গাড়ি চুরির হিড়িক!

লন্ডন জুড়ে গাড়ি চুরির ঘটনা তিন বছরের তুলনায় এবছর সর্বোচ্চ। চাবি ছাড়া খোলা যায় এমন গাড়ি চোরদের বিশেষ পছন্দ।

 

মেট পুলিশে প্রকাশ করেছে, গত ১ বছরে রাজধানী জুড়ে ২০২২ সালের জুন পর্যন্ত গাড়ি চুরির ঘটনা ১৬ শতাংশ বেড়েছে। এবছর গাড়ি চুরি গেছে ৩২ হাজার ২৯৪টি। আর আগের বছর ২৭ হাজার ৮৫৯টি চুরি রেকর্ড করা হয়েছে।

 

জুন ২০২২ থেকে এক মাসে রেকর্ডকৃত সর্বোচ্চ যানবাহন চুরি গেছে। জুন ২০২১ থেকে ২০২২ এর মধ্যে, এনফিল্ডে সর্বাধিক চুরি রেকর্ড করা হয়েছিল ১৮৬২, যা টেমসের কিংস্টনে রেকর্ড করা পরিমাণের পাঁচগুণ। নিউহ্যামে ১৭৬১টি চুরি রেকর্ড করা হয়েছিল, এবং বার্নেটে ১৫০১টি।

 

ক্রয়ডন, রেডব্রিজ এবং বার্কিং এবং দাগেনহামের প্রতিটিতে ১৩০০ টিরও বেশি চুরি রেকর্ড করা হয়েছে।

 

জুন মাসে সবচেয়ে কম চুরির নথিভুক্ত বরো ছিল কিংস্টন, রিচমন্ড, আইলিংটন, এবং সাটন।

 

এএ ইন্স্যুরেন্স বলেছে, ব্যবহৃত গাড়ির বর্ধিত দাম চুরির প্রবণতা বাড়িয়েছে, সেইসাথে ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশের অভাবও একটি কারণ। যারা খুব বেশি প্রশ্ন করতে চায় না তাদের জন্য চুরি করা গাড়ি বিক্রির চাহিদা বাড়িয়ে তুলছে। চুরির সাম্প্রতিক বৃদ্ধিও কড়া কোভিড বিধিনিষেধ শিথিল করার সাথে সম্পর্কিত বলে মনে করেন তারা।

 

৭ আগস্ট ২০২২
সূত্র: স্ট্যান্ডার্ড

আরো পড়ুন

যুক্তরাজ্যের স্কুলগুলোতে দায়িত্বরত প্রায় হাজার খানেক পুলিশ সদস্য

নির্বাচন করার ঘোষণা দিলেন ইউকে রিফর্ম পার্টির নেতা নাইজেল ফারাজ

ব্রিটেনে ন্যূনতম মজুরি বাড়াল সরকার, ঘণ্টায় ১৯০০ টাকা