17 C
London
August 28, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডন থেকে একদিনেই ঘুরে আসুন জনপ্রিয় পাঁচ সমুদ্র সৈকত

লন্ডন থেকে মাত্র কয়েক ঘণ্টার ট্রেন যাত্রায় ঘুরে আসা যায় যুক্তরাজ্যের কয়েকটি জনপ্রিয় সমুদ্র সৈকতে। ভ্রমণকারীদের জন্য এগুলো একদিনের ট্যুর কিংবা উইকেন্ড ছুটিতে উপভোগের আদর্শ গন্তব্য হিসেবে ধরা হয়।
ব্রাইটন বিচ লন্ডন ভিক্টোরিয়া বা লন্ডন ব্রিজ থেকে সরাসরি ট্রেনে মাত্র ১ ঘণ্টার দূরত্বে। ভাড়া আনুমানিক £২৫ থেকে £৩৫। অন্যদিকে সাউথেন্ড-অন-সি পৌঁছানো যায় লিভারপুল স্ট্রিট বা ফেনচার্চ স্ট্রিট স্টেশন থেকে মাত্র এক ঘণ্টায়। ভাড়া পড়বে প্রায় £১৮ থেকে £২৮।

যারা দীর্ঘ ভ্রমণ পছন্দ করেন, তাদের জন্য বর্নমাউথ বিচ একটি ভালো অপশন। ওয়াটারলু স্টেশন থেকে ট্রেনে যেতে সময় লাগে প্রায় ২ ঘণ্টা। ভাড়া £৪০ থেকে £৫৫। মারগেট বিচে যেতে হয় সেন্ট প্যানক্রাস থেকে, সময় লাগে দেড় ঘণ্টা এবং ভাড়া প্রায় £৩০ থেকে £৪৫।

হেস্টিংস বিচও লন্ডনবাসীর কাছে জনপ্রিয়। ভিক্টোরিয়া বা চারিং ক্রস স্টেশন থেকে ট্রেনে দেড় ঘণ্টার মধ্যেই পৌঁছানো যায়। ভাড়া £২৫ থেকে £৩৫।

ভ্রমণ বিশেষজ্ঞরা মনে করেন, ব্যস্ত শহুরে জীবনে একদিনের ছুটি কাটানোর জন্য এই বিচগুলো চমৎকার বিকল্প। আর যারা রেলকার্ড ব্যবহার করেন, তারা ভাড়ায় এক-তৃতীয়াংশ পর্যন্ত ছাড় পান। এছাড়া অফ-পিক সময়ে টিকিট কিনলে খরচ আরও কম পড়ে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
২৮ আগস্ট ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যের ক্যানারি ওয়ার্ফে হোটেলে আশ্রয়প্রার্থীদের বসবাস নিয়ে উত্তেজনা, পুলিশি নজরদারি জোরদার

অভিবাসীদের দেশে ফিরে যেতে ধর্মীয় প্রাঙ্গণগুলোতে প্রচারণা চালানো হচ্ছে!

অনলাইন ডেস্ক

শিখ গণহত্যা ইস্যুতে যুক্তরাজ্যের লেবার পার্টিকে শিখদের আল্টিমেটাম