5.9 C
London
November 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

লাল তালিকা থেকে মুক্তি পেলো ১১ দেশ

বুধবার (১৫ ডিসেম্বর) ভোর ৪টা থেকে যুক্তরাজ্যের ভ্রমণ লাল তালিকা থেকে ১১টি দেশ বাদ যাচ্ছে বলে জানিয়েছে সরকার। তালিকায় রয়েছে অ্যাঙ্গোলা, বতসোয়ানা, এসওয়াতিনি, লেসোথো, মালাউই, মোজাম্বিক, নামিবিয়া, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া ও জিম্বাবুয়ে।

 

ওমিক্রন ভেরিয়েন্টের উত্থানের পরে সতর্কতা হিসাবে নভেম্বরের শেষের দিকে লাল তালিকাটি পুনরায় চালু করা হয়েছিল। তবে স্বাস্থ্য সচিব সাজিদ জাভিদ বলেছেন যে এটি এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় নিয়মগুলি ফিরিয়ে আনা জরুরি ছিলো।

 

“এখন যেহেতু যুক্তরাজ্যে ওমিক্রনের কমিউনিটি ট্রান্সমিশন রয়েছে এবং ওমিক্রন সারা বিশ্বে এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, ভ্রমণের লাল তালিকা এখন বিদেশ থেকে ওমিক্রনের অনুপ্রবেশকে ধীর করার জন্য কম কার্যকর,” মঙ্গলবার (১৪ ডিসেম্বর) তিনি সংসদে বলেছেন।

 

“যদিও আমরা আন্তর্জাতিক ভ্রমণের জন্য আমাদের অস্থায়ী পরীক্ষার ব্যবস্থা বজায় রাখব, আমরা আগামীকাল সকাল ৪ টা থেকে কার্যকর ভ্রমণ লাল তালিকা থেকে ১১ টি দেশকে সরিয়ে দেব।”

 

১৫ ডিসেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

ভুয়া বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন মমতাজ

অনলাইন ডেস্ক

নির্বাচনের আগে উইন্ড্রাশ কেলেঙ্কারি নিয়ে চরম বিপাকে কনজারভেটিভ সরকার

গ্রিসের কঠোর অভিবাসন নীতিতে বিক্ষুব্ধ শরণার্থীরা