13.3 C
London
May 15, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

লুট করা জুতা বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন, আটক ১৪

সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। লুটপাট করা হয় কেএফসি, ইউনিমার্ট, বাটা, ডমিনোজ পিৎজাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শোরুম। লুটাপাটকারিদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে জুতা বিক্রি করতেও দেখা গেছে।

সোমবার (৭ এপ্রিল) রাতভর অভিযান চালিয়ে লুটপাটের দায়ে ১৪ জনকে আটক করেছে। ফেসবুকে জুতা বিক্রির বিজ্ঞাপন দেওয়ায় পুলিশ তাদের শনাক্ত করে আটক করে।

মঙ্গলবার সকালে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “জুতা লুটের পর বিভিন্ন ফেসবুক আইডি ও পেজে থেকে জুতা বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়। অভিযান চালিয়ে এসব জুতা উদ্ধার করা হয়েছে। আটকদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।”

আটকরা হলেন- রাজন, ইমন (১৯), রাকিব (১৯), আব্দুল মোতালেব (৩৫), মিজান আহমদ (৩০), সাব্বির আহমদ (১৯), জুনাইদ আহমদ (১৯), রবিন মিয়া (২০), সৈয়দ আলআমিন তুষার (২৯), মোস্তাকিন আহমদ তুহিন (১৯), দেলোয়ার হোসেন (৩০), রিয়াদ (২৪), তুহিন (২৪) ও আল নাফিউ (১৯)।

ফিলিস্তিনে ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে সোমবার সারা দেশের ন্যায় সিলেটেও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তবে এ সুযোগকে কাজে লাগিয়ে একদল দুষ্কৃতিকারী সিলেট মহানগরের মিরবক্সটুলায় অবস্থিত কেএফসি রেস্টুরেন্টে হামলা করে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় রেস্টুরেন্টের ভেতরে থাকা বিভিন্ন কোমল পানীয় নষ্ট করা হয়। একই সময়ে নগরীর দরগাহ গেট, পূর্ব জিন্দাবাজার, বন্দরবাজার এলাকায় জুতার কোম্পানি বাটার শোরুমে ভাঙচুর ও লুটপাট চালানো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পারেনি। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এম.কে
০৮ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

করোনায় ৭০ হাজারেরও বেশি প্রবাসী কাজ হারিয়ে দেশে ফিরেছেন

অনলাইন ডেস্ক

বাংলাদেশের ইতিহাসে সলিড কোকেনের সবচেয়ে বড় চালান জব্দ

সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে, এ তথ্য ভুয়া