TV3 BANGLA
বাংলাদেশ

শাহ আবদুল করিমের মৃত্যু দিবসে টিভিথ্রিতে গান গাইলেন তার একমাত্র ছেলে

লন্ডনে আয়োজিত বাউল শাহ আবদুল করিম স্মরণ উৎসবে সুনামগঞ্জ থেকে যুক্ত হন তারই একমাত্র ছেলে শাহ নূর জালাল। আন্তর্জাতিক আঙ্গিকে পরিবেশিত এ অনুষ্ঠানে গান করেন শাহ নূর। এছাড়াও সংগীত পরিবেশন করেন সুনামগঞ্জের বাউলশিল্পীরা।


অনুষ্ঠানের আগে একটি ভিডিও বার্তায় অনুষ্ঠানের আয়োজক, টিভিথ্রি বাংলার সদস্য ও দর্শকদের কৃতজ্ঞতা জানান।

১২ সেপ্টেম্বর ২০২০
এনএইচটি

আরো পড়ুন

টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে আজ

মায়ের জানাজাতে অংশ নিতে পারেননি এস আলম ও তার ছয় ভাই

ঢাকায় অবস্থানরত মার্কিনিদের সতর্ক করল যুক্তরাষ্ট্র