13.5 C
London
September 16, 2024
TV3 BANGLA
Uncategorized

শাহ আবদুল করিম স্মরণ উৎসব লন্ডন থেকে সরাসরি দেখুন টিভিথ্রি বাংলায়

বিদেশের মাটিতে এই প্রথমবারের মতো আয়োজিত ‘শাহ আবদুল করিম স্মরণ উৎসব’ সরাসরি উপভোগ করতে এ আয়োজনের মিডিয়া পার্টনার টিভিথ্রি বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।

লাইভ অনুষ্ঠানটি দেখুন নিচের ফিড থেকে:


টিভিথ্রি বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের লিংক:

ফেসবুক পেজের লিংক

ইউটিউব চ্যানেলের লিংক

এ আয়োজনে যুক্ত হবেন কলকাতার লোক সঙ্গীতের বিখ্যাত দল দোহার, সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল থেকে শাহ আবদুল করিমের উত্তরাধিকার বাউলরা এবং যুক্তরাজ্যের শিল্পীরা।

অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন থিয়েটারকর্মী ও টিভিথ্রির জনপ্রিয় উপস্থাপক জয় দেব দুলু। সঙ্গে আরও থাকছেন উপস্থাপক, গীতিকার ও কবি জাহাঙ্গির রানা।


১২ সেপ্টেম্বর ২০২০
নওশাদ হক, টিভিথ্রি বাংলা

আরো পড়ুন

বাংলাদেশের কাছে যুক্তরাজ্যের শেখার আছে: ব্লুমবার্গ

নিউজ ডেস্ক

CORONA: বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি

ইউরোপ থেকে বৃটেনে স্থায়ীভাবে আসতে এখনই আবেদন করতে হবে!