8.5 C
London
February 23, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

শিথিল হচ্ছে ইংল্যান্ডের কোভিড বিধিনিষেধ

শীঘ্রই ইংল্যান্ডের চলমান কোভিড বিধিনিষেধ শিথিলের ঘোষণা আসবে বলে আশা করা যাচ্ছে, যা ‘প্ল্যান বি’ এর একটি অংশ। প্রধানমন্ত্রী বরিস জনসন বুধবার (১৯ জানুয়ারি) পার্লামেন্টে তার বিবৃতি দেওয়ার আগে এই বিষয়ে মন্ত্রিপরিষদের সাথে আলাপ করেন।

 

অত্যন্ত সংক্রমক ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তারকে ধীর করতে এবং বুস্টার জ্যাব কার্যক্রম সফলভাবে পরিচালনার উদ্দেশ্যে ডিসেম্বরে নতুন করে কোভিড বিধিনিষেধগুলো চালু হয়েছিল।

 

মঙ্গলবার, স্বাস্থ্য সচিব সাজিদ জাভিদ সাংসদদের বলেন, ‘আমি আশাবাদী যে আমরা আসছে সপ্তাহে সতর্কতার সাথে নিষেধাজ্ঞাগুলি উল্লেখযোগ্যভাবে কমাতে পারব।’

 

হাসপাতালে পরিদর্শনের সময় বিধিনিষেধ প্রত্যাহার করা হবে কিনা জানতে চাইলে বরিস জনসন বলেন: ‘আমাদের কোভিড সম্পর্কে সতর্ক থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে যে এটি একটি হুমকি।’

 

 

ইংল্যান্ডের ‘প্ল্যান বি’ বা বর্তমান নিয়ম:

থিয়েটার, সিনেমা, পাবলিক ট্রান্সপোর্ট এবং দোকানসহ বেশিরভাগ ইনডোর পাবলিক স্পেসগুলির জন্য বাধ্যতামূলক মাস্কের ব্যবহার। সম্ভব হলে বাড়ি থেকে কাজ করার পরামর্শ।

বাধ্যতামূলক কোভিড পাস – নাইটক্লাব এবং অন্যান্য বড় ইভেন্টে প্রবেশ করতে সম্পূর্ণ টিকা বা সাম্প্রতিক নেগেটিভ পরীক্ষার প্রমাণ দেখাতে হবে।

মাধ্যমিক ছাত্রদের শ্রেণিকক্ষে ফেস মাস্ক পরতে হবে।

 

উল্লেখ্য, যুক্তরাজ্যে দৈনিক কোভিড কেস কমছে। গত সাত দিনে মোট আক্রান্তের সংখ্যা আগের সপ্তাহের তুলনায় ৩৮.৯% কম।

 

১৯ জানুয়ারি ২০২২
এনএইচ

আরো পড়ুন

দেশ ছেড়ে পালালেন আফগান প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র জুড়ে মরণঘাতি ফাংগাল ইনফেকশন ছড়াচ্ছে!

এআই খাতে ব্রিটেনকে বিশ্বনেতা বানাতে নতুন পরিকল্পনা স্টারমারের