12.6 C
London
December 18, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

শিশুদের তথ্য চুরির অভিযোগে যুক্তরাজ্যের আদালতে টিকটকের বিরুদ্ধে মামলা

লাখ লাখ শিশুর তথ্য চুরির অভিযোগে চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের বিরুদ্ধে যুক্তরাজ্যের একটি আদালতে মামলা দায়ের হয়েছে।

 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, শিশুদের ব্যক্তিগত তথ্য, ফোন নম্বর, ভিডিও লোকেশন এবং বায়োমেট্রিক তথ্য গোপনে সংরক্ষণ করেছে টিকটক।

 

এ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্যের শিশুবিষয়ক কমিশনার। ১৩ বছরের নিচের এসব শিশুরা বেশির ভাগই যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর।

 

বিবিসি জানায়, শিশুদের তথ্য চুরির বিষয়ে কিছুই জানে না ভুক্তভোগীর পরিবার। তবে এসব অভিযোগ অস্বীকার করে আইনি চ্যালেঞ্জ মোকাবিলার কথা জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ।

 

অন্যদিকে, টিকটকে যারা সহিংসতা বা বিদ্বেষমূলক ভিডিও ছড়াবে তাদের আইডি নিষিদ্ধ করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

 

২২ এপ্রিল ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

ফাস্ট টাইম ল্যান্ডলর্ড

নিউজ ডেস্ক

উইন্ডসরে নিজেদের প্রাসাদের মালিকানা হারালেন হ্যারি-মেগান

ব্রিটিশ ট্যাবলয়েডের বিরুদ্ধে জয় পেলেন মেগান