সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স (সিডিজিজি)-এর আয়োজনে “গণ অভ্যূত্থান পরবর্তীঃ সুশাসন ও গণতন্ত্র” বিষয়ক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) আয়োজিত এই সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ড. মোহাম্মদ হাছান উদ্দীন, মূল প্রবন্ধ পাঠ করেন ড. মোহাম্মদ রাকিবুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রীয়াজ।
সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে ড. আলী রীয়াজ বলেন, “শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত স্বৈরতন্ত্র তার কন্যা শেখ হাসিনার মাধ্যমে আবার ফিরে এসেছে।” তিনি আরও বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংবিধান সংস্কার ও সুশাসন নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেজর জেনারেল (অব.) সৈয়দ ইফতেখার উদ্দিন। তিনি বলেন, “দেশের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটি বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার এটিই সঠিক পথ।”
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ. এফ. এম. আবদুর রহমান। আরও উপস্থিত ছিলেন মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের আহ্বায়ক, বিশিষ্ট সাংবাদিক জিমি আমির, সিডিজিজির উপদেষ্টা পরিষদের সদস্য আবু মোহাম্মদ নিপার প্রমুখ।
অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ জানিয়ে সিডিজিজি প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরেন সংগঠনের কো-ফাউন্ডার ও পরিচালক সোয়ালেহীন করিম চৌধুরী। তিনি বলেন, “গণতন্ত্রের চর্চা শুধু নির্বাচনে সীমাবদ্ধ নয়, এটি হতে হবে প্রতিটি রাষ্ট্রীয় ও সামাজিক স্তরে কার্যকর।”
সেমিনারে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের বাংলাদেশ চাপ্টারের সমন্বয়ক ইমামুল হাসান দৌলত, জাহিদ রাতুল, আল ইয়ামিম আফ্রিদি, লন্ডন থেকে জালালুর রহমান চৌধুরী ইমরান, সাইফুল মিথুন, জলিল উদ্দিন চৌধুরী খোকন ও রাসেল খান।
সেমিনারটি সুশাসন, গণতন্ত্রের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে গঠনমূলক আলোচনা এবং দিকনির্দেশনামূলক মতবিনিময়ের মাধ্যমে শেষ হয়।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
০১ ফেব্রুয়ারি ২০২৫