6.5 C
London
January 15, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

শেখ হাসিনার ফোনালাপ ফাঁস, ডিসেম্বরের আগেই আসার পরিকল্পনা

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্টে পালিয়ে যাওয়া শেখ হাসিনার আরও একটি কথোপকথনের অডিও আজ ফাঁস হয়েছে। ইউটিউবে প্রকাশ হওয়া ফোনালাপে হাসিনাকে বলতে শোনা যায়, যারা বাড়াবাড়ি করছে, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যানের সঙ্গে ফাঁস হওয়া ফোনালাপে সবাইকে তৈরী হওয়ার আহ্বান জানান হাসিনা।

এ সময় হাসিনাকে মাথা ঠান্ডার রাখার পরামর্শ দেন ওই নেতা। ফোনালাপে হাসিনাকে বলতে শোনা যায়, এখন ভয়ের কিছু নেই। হাসিনা বলেন, রুখে দাঁড়াতে হবে।

দেশকে অস্থিতিশীল করতে জ্বালাও-পোড়াও এবং অগ্নি-সংযোগের মাধ্যমে নাশকাত করতে নেতাকর্মীদের শিখিয়ে দেন শেখ হাসিনা। এ সময় মামলা নিয়েও কথা বলেন হাসিনা।

এবার আসতে পারলে, সব আবর্জনা শিকড়সহ উপড়ে ফেলারও হুমকি দেন পলাতক সাবেক এই প্রধানমন্ত্রী। এ ছাড়া খুব দ্রুতই দেশে আসার কথাও জানান তিনি। হাসিনা বলেন, এটি হতে পারে ডিসেম্বরেই।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
২৭ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য

তারেক রহমানের জন্মদিনে অনুষ্ঠান করলে ব্যবস্থা নেবে বিএনপি

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ ও শেখ হাসিনা পরবর্তী পরিকল্পনা কী?