11.4 C
London
December 15, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

শেখ হাসিনার বিচারের আজকের রায় ‘গুরুত্বপূর্ণ’: সাবেক মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে দায়িত্বপালন করে যাওয়া সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস মোরিয়ার্টি বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আজকের রায়ের গুরুত্ব ‘বড় ধরনের’।

তিনি বলেন, আওয়ামী লীগ টানা ১৫ বছর ক্ষমতায় থাকতে পেরেছে—বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোনো দলের জন্য ক্ষমতায় থাকার এমন সময়কাল ছিল ‘অভূতপূর্ব’।

মোরিয়ার্টি আরও বলেন, হাসিনার দল সংবিধান সংশোধন করেছে এবং আইন ব্যবস্থা পরিবর্তন করেছে একদলীয় রাষ্ট্র গড়ার জন্য। তবে এখন পরিস্থিতি বদলাচ্ছে, বাংলাদেশ ভবিষ্যতে কেমন হবে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

তিনি ধারণা দেন, যদি দোষী সাব্যস্ত হওয়ার রায় আসে, কিছু সহিংসতা হতে পারে। তবে তা বাড়বে না।

বাংলাদেশে আওয়ামী লীগ সদস্যদের জন্য মোরিয়ার্টি বলেন, তারা এখন এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছে এবং ভবিষ্যতের রাজনীতিতে কী ভূমিকা নেবে তা ঠিক করতে হবে।

যদি হাসিনা খালাস পান, মোরিয়ার্টি বলেন, বড় ধরনের বিক্ষোভ হবে, কারণ “এখন বাংলাদেশে কিছুটা প্রতিহিংসার পরিস্থিতি দেখা যাচ্ছে”।

এম.কে

আরো পড়ুন

শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে যুবলীগ কর্মীর মামলা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করলো প্রথম ফ্লাইট

রব, মান্না, নুরসহ ৬ নেতার আসনে সহযোগিতার নির্দেশ