TV3 BANGLA
বাংলাদেশ

শেখ হাসিনা–হাসান মাহমুদের কথোপকথন ফাঁসঃ ক্ষমতা ছাড়ার মুহূর্তের উত্তেজনা প্রকাশ্যে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। চ্যানেল ২৪ কল রেকর্ডটি প্রচার করেছে এবং তাদের বরাতে জানা যায়, এটি ছিল ক্ষমতা ছাড়ার ঠিক আগের উত্তেজনাপূর্ণ মুহূর্তের আলাপ।

 

রিপোর্ট অনুযায়ী, শেখ হাসিনা পরিস্থিতি নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করছিলেন। রাজনৈতিক অস্থিরতা ঘনীভূত হওয়ায় দেশ ছাড়ার ইঙ্গিতও দেন তিনি। কথোপকথনের এক পর্যায়ে শেখ হাসিনা স্পষ্টভাবে বলেন, “এই দেশে আর থাকতে মন চায় না।”

আলাপে হাসান মাহমুদ জরুরি অবস্থা জারির পরামর্শ দিলেও শেখ হাসিনা তাতে সম্মতি দেননি। তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানান, পরিস্থিতি আরও জটিল করতে চান না এবং জরুরি অবস্থা ঘোষণা করা উপযোগী হবে না।

ফোনালাপে আরও শোনা যায়, ডিপ্লোমেটিক জোনে নিরাপত্তাজনিত কারণে নির্ধারিত একটি গুরুত্বপূর্ণ মিটিং স্থগিত করা হয়। হাসান মাহমুদ জানিয়ে দেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা জোন থেকে বের হতে পারছেন না বলে বৈঠক পিছিয়ে দিতে হয়েছে। এর জবাবে শেখ হাসিনা বিকল্প হিসেবে ওয়েস্টিন হোটেলে মিটিং ও অফিস পরিচালনার পরামর্শ দেন।

চ্যানেল ২৪ জানিয়েছে, এই ফোনালাপ প্রকাশের পর অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষক, দলীয় নেতা এবং সাধারণ ব্যবহারকারীরা আলাপের নানা অংশ নিয়ে মন্তব্য করছেন এবং ক্ষমতা ছাড়ার শেষ মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কেমন ছিল, তা নিয়ে নতুন জিজ্ঞাসা তৈরি হয়েছে।

সূত্রঃ চ্যানেল ২৪

এম.কে

আরো পড়ুন

সিলেটের মাটির নিচে এখনও গ্যাসের ভান্ডার

পাথর পাচারের টাকায় ফুলে উঠছে উপরমহলের পকেট

অনলাইন ডেস্ক

সিলেটের মেয়র আরিফুল করোনা আক্রান্ত

অনলাইন ডেস্ক