6.5 C
London
December 26, 2024
TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশ

সমুদ্রপথে ইউরোপে পাড়ি দেয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশিরা

এই বছর এখন পর্যন্ত সমুদ্রপথে ইউরোপে পাড়ি দেয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশিরা৷ অনেক অভিবাসনপ্রত্যাশী অত্যাচার বা সংঘর্ষ এড়াতে দেশ ছাড়েন বলে সংবাদমাধ্যমকে জানান।

২০১৭ সাল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আসা মানুষদের তালিকায় বেশিরভাগ সময়েই শীর্ষস্থানে রয়েছেন বাংলাদেশি অভিবাসীরা৷ অথচ, এই পথটি বিশ্বে সবচেয়ে বিপজ্জনক হিসেবে বিবেচিত হয়৷

২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে বাংলাদেশিদের স্থান তৃতীয়৷ মালি এবং সেনেগালের পরেই রয়েছে দেশটির নাম৷

মার্চে এনজিও ইমার্জেন্সি-এর লাইফ সাপোর্ট সার্চ-অ্যান্ড-রেসকিউ জাহাজে সমুদ্র উদ্ধার অভিযানে উদ্ধার হওয়া অভিবাসীদের বেশিরভাগই বাংলাদেশি৷ উদ্ধার হওয়া ৭১ জনের মধ্যে প্রায় ৬০ জন ছিলেন বাংলাদেশি৷

উদ্ধারকৃত বাংলাদেশিরা জানান তারা কাজের খোঁজে ইউরোপ পৌঁছাতে সমুদ্রপথে পাড়ি দিতেই লিবিয়াতে এসেছেন৷ তারা বলেন, লিবিয়ায় মানব পাচারকারীদের সঙ্গে তারা যোগাযোগ করেন৷ তারপর দুবাই এবং মিশরের মতো দেশে বিরতি নিয়ে গন্তব্যে রওনা দেন৷

সূত্রঃ রয়টার্স

এম.কে
১৩ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

দক্ষিণ আমেরিকার জঙ্গল দিয়ে যুক্তরাষ্ট্রে মানবপাচার করছে বাংলাদেশি চক্র

বাংলাদেশীদের জন্য ইউরোপের যে ৬ দেশে সহজেই মিলছে ওয়ার্ক পার্মিট ভিসা

ফ্রান্সের মুসলিম নেতাদের ১৫ দিনের আলটিমেটাম

অনলাইন ডেস্ক