10.7 C
London
February 23, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

সম্পর্কের বিনিময়ে নারীদের কাজ পাইয়ে দিতেন বরিস জনসন!

বরিস জনসন নতুন অভিযোগের মুখোমুখি হয়েছেন। লন্ডন মেয়র থাকাকালীন সময় তার সাথে যৌন সম্পর্ক ছিল বলে দাবি করা একজন নারীর চাকরির জন্য তিনি তদবির করেছিলেন।

 

অভিযোগে বলা হয়, লন্ডনের মেয়র এবং হেনলির এমপি থাকাকালীন জনসন সেই নারীর সিটি হলের চাকরির জন্য লবিং করেছিলেন।

 

অ্যাপয়েন্টমেন্টটি ব্লক করা হয়েছিল কারণ কিট মাল্টহাউস, তখন সিটি হলের একজন সিনিয়র ব্যক্তিত্ব এবং এখন জনসনের ক্যাবিনেট মন্ত্রীদের একজন, পরামর্শ দিয়েছিলেন যে এই জুটির মধ্যে একটি ‘অনুপযুক্ত’ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সানডে টাইমস অনুসারে।

 

জনসন সেই নারীর জন্য লবিং এর অভিযোগ স্বীকার করেছেন বলে জানা গেছে। ২০১৭ সালে যখন তিনি পররাষ্ট্র সচিব ছিলেন তখন অজ্ঞাতনামা এই নারীর সাথে তার পরিচয় হয়।

 

এছাড়াও, তিনি লন্ডনের মেয়র থাকাকালীন মার্কিন ব্যবসায়ী জেনিফার আরকিউরিকে করদাতাদের অর্থায়নে ব্যবসায়িক ভ্রমণে অ্যাক্সেস পেতে সাহায্য করার অভিযোগও রয়েছে। আরকিউরি পরে বলেছিলেন যে জনসনের সাথে তার সম্পর্ক ছিল।

 

সানডে টাইমস অনুসারে, ২০১৭ সালের নভেম্বরে জনসন এবং তার সংসদীয় অফিসে নারীর মধ্যে একটি টেপ করা কথোপকথনে, তিনি জনসনকে বলেছিলেন ২০০৮ সালে তাদের সংক্ষিপ্ত সম্পর্কের জন্য তিনি অস্বস্তি বোধ করেন।

 

১১ জুলাই ২০২২
এনএইচ

আরো পড়ুন

এবার সাংবাদিকদের অর্থ আয়ের রাস্তা দেখালেন ইলন মাস্ক

যুক্তরা‌জ্যে অবৈধ কর্মী ধরতে অভিযান, বাংলাদেশি ক‌মিউ‌নি‌টি‌তে উ‌দ্বেগ

ওমরাহ পালনে অ্যাপের মাধ্যমে আগেই বুকিং দিতে হবে