TV3 BANGLA
বাংলাদেশ

সরকারি অফিস সময় ৯-৫টায় ফিরল

দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিসের সময়সূচি পুর্নির্ধারণ করেছে সরকার।

সিদ্ধান্ত অনুসারে, সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস সূচি।

দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত থাকবে নামাজের বিরতি।

বর্তমানে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস সময়। ঈদুল আজহার পর পুনর্নির্ধারিত সূচি কার্যকর হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (৩ জুন) মন্ত্রিসভা বৈঠকে নতুন সূচি অনুমোদন দেওয়া হয়।বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব  এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ঈদুল আজহার ছুটির পর প্রথম রোববার থেকে এই নতুন সময়সূচি কার্যকর হবে।

এম.কে
০৩ জুন ২০২৪

আরো পড়ুন

ভারতের নতুন তিন প্রকল্পে পানি আরো কমবে বাংলাদেশের

গডফাদার বদিতে মুগ্ধ ছিলেন শেখ হাসিনা

ডুবছে সিলেট নগরী হাসপাতালেও পানি, নদী খননের দাবি শহরবাসীর