15.5 C
London
September 20, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

সরকারের পদত্যাগের পর জাতীয় সরকার গঠনের দাবি আন্দোলনকারীদের

সরকারের পদত্যাগ চেয়ে এক দফা দাবির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (৩ আগস্ট) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন সমন্বয়ক নাহিদ ইসলাম।

বর্তমান সরকার পদত্যাগের পর একটি জাতীয় সরকার গঠনেরও আহ্বান জানিয়েছেন তারা।

ঘোষণাপত্রে তারা বলেন-

‘যেহেতু, বর্তমান সরকারের নির্দেশে নির্বিচারে গণহত্যা সংঘটিত হয়েছে, নারী-শিশু-ছাত্র-শিক্ষক-শ্রমিক কেউ এ গণহত্যা থেকে রেহাই পাননি;

যেহেতু, সরকার এ হত্যাযজ্ঞের বিচার করার পরিবর্তে নির্বিচারে ছাত্র-জনতাকে গ্রেফতার ও নির্যাতন করছে;

যেহেতু, সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যাযজ্ঞ সংঘটন করেছে;

যেহেতু, ছাত্র-শিক্ষক-শ্রমিক-মজুরসহ আপামর জনগণ মনে করছে এ সরকারের অধীনে নিরপেক্ষ বিচার এবং তদন্ত সম্ভব নয়;

সেহেতু, আমরা বর্তমান স্বৈরাচারী সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করছি।

একইসাথে সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে একটি গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের দাবি জানাচ্ছি।’

এসময় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা জনগণকে মুক্ত করতে আবার রাস্তায় নেমে এসেছি। আমরা আজকে এক দফা দাবিতে এখানে হাজির হয়েছি। আমরা বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা সিদ্ধান্তে উপনীত হয়েছি।’

‘এই সরকার কোনোভাবেই আর এক মিনিটও ক্ষমতায় থাকার অধিকার রাখে না’ উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনা বলেছেন, গণভবনের দরজা খোলা আছে। আমরা সাধুবাদ জানাই যে তিনি বুঝতে পেরেছেন গণভবনের দরজা খোলা রাখতে হবে।’

সূত্রঃ বিবিসি

এম.কে
০৩ আগস্ট ২০২৪

আরো পড়ুন

চীনকে টপকে ইইউতে নিট পোশাক রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ

আন্দোলন মোকাবিলায় মাত্রাতিরিক্ত বল প্রয়োগ, পররাষ্ট্রমন্ত্রীকে ১৪ দূতাবাসের চিঠি

১৫০ কোটিতে মিলবে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স