13.7 C
London
October 29, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

সরকারে আস্থা ৯৭ শতাংশ ভোটারের, তবে দুই বছরের বেশি চান না ৫৩ শতাংশ

দেশের অর্ধেকের বেশি মানুষ মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দুই বছর বা তার কম হওয়া উচিত। আর মেয়াদ তিন বছর বা তার বেশি হওয়ার পক্ষে মত দিয়েছেন ৪৭ শতাংশ। তবে দেশের ৯৭ শতাংশ ভোটার এই সরকারের প্রতি আস্থাশীল।

বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি) পরিচালিত একটি জরিপে এ তথ্য উঠে এসেছে।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিতকাছ থেকে নাগরিকদের প্রত্যাশা’ শীর্ষক এই জাতীয় জরিপের ফলাফল প্রকাশ করে এসআইপিজি।

জরিপের ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৯ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর দেশের ৮টি বিভাগের ১৭টি জেলায় মোট ১ হাজার ৮৬৯ জনের ওপর মতামত জরিপটি পরিচালনা করা হয়। উত্তরদাতাদের বড় অংশ (৬৩ %) মধ্যবয়সী (২৮–৫০ বছর), ২২ শতাংশ জেনারেশন জেড (১৮–২৭ বছর) এবং ১৪ শতাংশের বয়স ৫০ বছরের ওপরে। এ ছাড়া জরিপের উত্তরদাতাদের ৫৪ শতাংশ শহর ও ৪৬ শতাংশ গ্রামের বাসিন্দা।

জরিপে উত্তরদাতাদের ৪৬ শতাংশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়ে অনিশ্চিত, যেখানে ৫৪ শতাংশ মূলধারার রাজনীতিতে আগ্রহী। উত্তরদাতাদের ৯৬ শতাংশ মনে একই ব্যক্তির দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকা উচিত নয়। ৪৬ শতাংশ বিশ্বাস করেন, উল্লেখযোগ্য সাংবিধানিক পরিবর্তন প্রয়োজন। উপরন্তু, ১৬ শতাংশ সম্পূর্ণ নতুন সংবিধানের পক্ষে মত দিয়েছেন।

জরিপে আরও জানা যায়, নাগরিকেরা অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন, বিশেষ করে আগস্ট ও সেপ্টেম্বরে তাদের বন্যা ব্যবস্থাপনার প্রশংসা করেছেন। বাংলাদেশ পুলিশ, শিক্ষা ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কারের উপরও নাগরিকদের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘গবেষণায় সরকারের প্রতি যে আস্থা ও প্রত্যাশা প্রত্যাশা উঠে এসেছে তার একটা বিপরীত দিকও আছে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন আগেও হয়েছে। তবে সুষ্ঠু নির্বাচনের সুফল পেতে আমাদের রাজনৈতিক কাঠামো ও সংস্কৃতির পরিবর্তন প্রয়োজন। রাষ্ট্রপরিচালনার মূল দায়িত্ব রাজনীতিবিদদের। তাদের আরও গণতান্ত্রিক হতে হবে, আরও দায়িত্বশীল হতে হবে।’

সূত্রঃ এসআইপিজি

এম.কে
০২ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

র‍্যাব কর্মকর্তার নেতৃত্বে ৯৫ ভরি স্বর্ণ লুট

নিউজ ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের শপথের সময় জানালেন সেনাপ্রধান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে অতিদ্রুত অকার্যকর ঘোষণা করতে হবেঃ সমন্বয়ক উমামা ফাতেমা