4.7 C
London
December 26, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

সাদিক-ফরহাদের ব্যালটে ‘অটো ভোটের’ অভিযোগ, সিসিটিভি দেখছে নির্বাচন কমিশন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটার ব্যালটে প্রার্থীর নামের পাশে ক্রস দেওয়া ছিলো বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা।

তিনি অভিযোগ করেন, সেখানে ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং জিএস প্রার্থী এস এম ফরহাদের নামে ভোট দেওয়া ছিলো।

শ্রেষ্ঠা জানান, টিএসসির কেন্দ্রে আমার এক বন্ধু ভোট দিতে আসে। সে ১ নম্বর টেবিল থেকে ব্যালট পেপার নেয়। ব্যালট নেওয়ার পর তিনি বুথে যান। সেখানে সে দেখে যে ব্যালটে সাদিক কায়েম এবং এস এম ফরহাদের জায়গায় ক্রস দেওয়া। এরপর সে সংশ্লিষ্টদের জিজ্ঞাসা করলে উল্টো তাকেই জিজ্ঞাসাবাদ করা হয়।’

নিরাপত্তাজনিত কারণে ওই শিক্ষার্থী নাম প্রকাশ করতে অনিচ্ছুক বলেও জানিয়েছেন শ্রেষ্ঠা।

টিএসসি কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক নাসরিন সুলতানা অবশ্য অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘১০টার পরপর এই ঘটনা ঘটে। পোলিং অফিসারদের কাছ থেকে যতটুকু জেনেছি, অভিযোগকারী ওই শিক্ষার্থী ব্যালট নিয়ে বুথে গিয়েছিল। এক-দেড় মিনিট পর বেরিয়ে এসে সে অভিযোগ করে যে তার ব্যালটে দুটি ভোট দেওয়া ছিল। আমি এসে বিষয়টা ভেরিফাই করার চেষ্টা করেছি।’

‘যদি এমন কিছু হয়ে থাকে একটি ব্যালটে হওয়ার কথা না। আমি অনেকগুলো ব্যালট চেক করে দেখলাম এরকম ঘটনা আর নেই। তাতক্ষণিকভাবে চিফ রিটার্নিং কর্মকর্তার সঙ্গেও যোগাযোগ করি। যেহেতু ব্যালট নিয়ে ইস্যুর অভিযোগ ওঠে, তাই আবার একটি ব্যালট নিয়ে তাকে ভোট দেয়ার সুযোগ দিয়েছি। এরপরেও অভিযোগ যেহেতু উঠেছে, ওই সময়ের সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টা যাচাই করে দেখব।’

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু এবং হল সংসদে শিক্ষার্থীদের ভোটগ্রহণ করা হবে।

সূত্রঃ ইত্তেফাক

এম.কে
০৯ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

সংসদ বিলুপ্ত করে দ্রুত নির্বাচনঃ রাষ্ট্রপতি

ট্রাম্পের ওপরই নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎঃ নওফেল

সিলেটের নাইওরপুলে এসএ পরিবহন অফিসে সেনা অভিযান, আটক সকল কর্মী