TV3 BANGLA
বাংলাদেশ

সাবেক এমপি শামীমা ও শেখ হাসিনার সহকারী প্রেস সচিব বিটু গ্রেপ্তার

সাবেক এমপি অ্যাডভোকেট শামীমা আক্তার খানম ও শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১০ মে) রাজধানীর ঝিগাতলা থেকে তাদের গ্রেপ্তারের কথা জানায় ডিবি। তবে তাদের কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা এখনও জানা যায়নি।

শামীমা আক্তার একাদশ সংসদে সংরক্ষিত নারী আসন থেকে এমপি নির্বাচিত হন। তিনি কৃষক লীগের কেন্দ্রীয় মানব সম্পদ বিষয়ক সম্পাদক।

আশরাফ সিদ্দিকী বিটু আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠানের (সিআরআই) পরিচালক ছিলেন। ২০১৭ সালে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পান। এরপর তাকে আরও তিনবছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১০ মে ২০২৫

আরো পড়ুন

কোরিয়ার ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যানকে নাগরিকত্ব দিল বাংলাদেশ

ট্রাম্প বাংলাদেশের উপর ৩৭% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিলেন

ভারতে যে ফাঁদে পড়ে মানুষ আত্মহত্যা করছেন, সেই ঋণের অ্যাপ বাংলাদেশে