7.3 C
London
March 14, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেফতার

ঢাকা মহানগর পুলিশের (ডিমএপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার রাতে রাজধানীর মহাখালীর ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান, আছাদুজ্জামান মিয়াকে রাজধানীর মহাখালীর ফ্লাইওভার এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩ এর একটি দল। তার বিরুদ্ধে এরই মধ্যে কয়েকটি মামলা রুজু হয়েছে।

তিনি বলেন, খিলগাঁও থানায় ২০১৫ সালের একটি হত্যাকাণ্ডের ঘটনায় গত ৩ সেপ্টেম্বর মামলা দায়ের করা হয়। এই হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি আছাদুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে।

আছাদুজ্জামান মিয়া ঢাকা মহানগর পুলিশের ৩৩তম কমিশনার ছিলেন। তিনি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। সুনামগঞ্জ, পাবনা, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার, চট্টগ্রাম ও সৈয়দপুরে রেলওয়ে পুলিশ সুপার ছিলেন তিনি।

এম.কে
১২ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

বিমানবন্দরের চারপাশে অবরোধ, যাত্রী আসতে না পারায় ৩৮ ফ্লাইট বিলম্ব

টিউলিপের উচিত এখন দায়িত্ব থেকে সরে দাঁড়ানোঃ দ্য টাইমস

মামলার লাখো নথি বিনষ্ট করবে সুপ্রিম কোর্ট প্রশাসন