TV3 BANGLA
বাংলাদেশ

সিন্ডিকেট ভেঙে ওমরা খরচ কমাতে বিমানের নতুন নিয়ম

ওমরাযাত্রীদের বিমান ভাড়ার সিন্ডিকেট ভাঙতে নতুন নিয়ম চালু করেছে বিমান কর্তৃপক্ষ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ (রুম নম্বর ১৫১৫, ভবন-০৬,) সংবাদ সম্মেলনে তিনি বলেন,

অনেকে অভিযোগ করেন, ওমরাহর বিমান ভাড়া বেড়ে যাওয়ার জন্য আমাদের দোষারোপ করা হয়। কিন্তু এটি মূলত বিমান কর্তৃপক্ষের বিষয়। তবে আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা সিন্ডিকেট ভাঙতে উদ্যোগ নিয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে কোনো এজেন্সি বা ব্যক্তি অগ্রিমভাবে টিকিট সংরক্ষণ করতে পারবে না। টিকিট কাটার জন্য সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নম্বর বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভিসা নিশ্চিত না হলে টিকিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘এই নতুন ব্যবস্থার ফলে অতিরিক্ত ভাড়া নির্ধারণ করে সিন্ডিকেট ব্যবসা করার সুযোগ থাকবে না। ইনশাআল্লাহ, ওমরাযাত্রীদের জন্য এটি বড় একটি স্বস্তি বয়ে আনবে।’

উল্লেখ্য, ২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় ৫,২০০ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জনসহ মোট ৮৭,১০০ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। সরকারের এ উদ্যোগের ফলে ওমরাহযাত্রীদের ভোগান্তি কমবে এবং বিমান ভাড়ার স্বচ্ছতা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

এম.কে
১০ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

বাংলাদেশে ‘আরব বসন্তের’ সম্ভাবনার কথা অস্বীকার করলেন রুশ রাষ্ট্রদূত

ভারতে যে ফাঁদে পড়ে মানুষ আত্মহত্যা করছেন, সেই ঋণের অ্যাপ বাংলাদেশে

‘হিন্দুরা আমাদের নাগরিক, আমরা তাদের দেখভাল করছিঃ পররাষ্ট্র উপদেষ্টা