19.6 C
London
September 18, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

সিলেটের নাইওরপুলে এসএ পরিবহন অফিসে সেনা অভিযান, আটক সকল কর্মী

সিলেটের নাইওরপুলস্থ এসএ পরিবহন অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকে সেনাবাহিনীর অভিযানে সংশ্লিষ্ট সবাইকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরেই অবৈধ মালামাল পরিবহন ও নানা অনিয়মের সঙ্গে জড়িত ছিল এই পরিবহন প্রতিষ্ঠান। সেনাবাহিনীর অভিযানে অফিসে হঠাৎ করে কার্যক্রম বন্ধ হয়ে যায়, ফলে সাধারণ গ্রাহকের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়।

এসএ পরিবহন আওয়ামী লীগ সরকারের আমলে দাপটের সঙ্গে বিভিন্ন অবৈধ কার্যক্রম চালিয়ে এসেছে বলে অভিযোগ রয়েছে। পরিবহন ব্যবসার আড়ালে মানি লন্ডারিংসহ নানা অনিয়মে জড়িয়ে পড়ার বিষয়টি স্থানীয়দের মধ্যে অনেক আগে থেকেই আলোচিত ছিল।

প্রতিষ্ঠানটির মালিক সালাউদ্দিন আহমেদ প্রভাব খাটিয়ে ১৭ বছর ধরে অনিয়মকে স্বাভাবিকভাবে চালিয়ে যাচ্ছিলেন বলে জানা যায়। তবে সেনাবাহিনীর এই অভিযানের পর প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১৮ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

সবার অন্তত ৭ দিন জেলে থাকা উচিতঃ জুনায়েদ আহমেদ পলক

সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইটের মাঝ আকাশে যাত্রী অসুস্থ, জরুরি অবতরণ তুরস্কে

দেশের বিভিন্ন জেলায় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষার্থীরা