TV3 BANGLA
বাংলাদেশ

সিলেটের মেয়র আরিফুল করোনা আক্রান্ত

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর পরীক্ষাগারে নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাসের সংক্রমণ সনাক্ত হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) মেয়র আরিফুল হক চৌধুরীর কোভিড আক্রান্তের খবর প্রচার করে গণমাধ্যমগুলো।

জানা যায়, একই দিনে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানেরও সংক্রমণ সনাক্ত হয়েছে।

প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, করোনাভাইরাসের প্রাথমিক কিছু উপসর্গ জ্বর-সর্দি থাকায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে তারা নমুনা জমা দেন। নমুনা পরীক্ষা শেষে রাত নয়টার দিকে তারা জানতে পেরেছেন, তাদের ফল পজিটিভ এসেছে। এখন বাসাতেই তারা আইসোলেশনে থাকার পাশাপাশি চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, মেয়রের কাশি ও তার জ্বর ছিল। তবে এখন তাদের কাশি ও জ্বর নেই। এরপরও তারা সতর্ক থাকার পাশাপাশি চিকিৎসা নিচ্ছেন।

২৩ মে মেয়র আরিফুলের ব্যক্তিগত সহকারীর করোনাভাইরাসের সংক্রমণ সনাক্ত হয়। মেয়র নিজ বাসায় কোয়ারেন্টিনে থাকা অবস্থায় ২ জুন স্ত্রী শামা হক চৌধুরী ও বাসার এক নিরাপত্তাকর্মীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ সনাক্ত হয়।


১১ সেপ্টেম্বর ২০২০
এনএইচটি

আরো পড়ুন

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব বাংলাদেশের

উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের দরকার নেইঃ আসিফ নজরুল

বিতর্ক পিছু ছাড়ছে না সিলেটের মুরারিচাঁদ কলেজের

অনলাইন ডেস্ক