সিলেটের আলোচিত রায়হান হত্যাকাণ্ডের প্রধান আসামি এসআই আকবর হোসেনের জামিন মঞ্জুর হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভের ঝড় উঠেছে। ন্যায়বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসা রায়হানের পরিবার ও সচেতন নাগরিকরা এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন।
একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, রায়হান হত্যায় জড়িত কুখ্যাত এসআই আকবরের নাম শুনলেই আজও সিলেটসহ দেশের মানুষ শিউরে ওঠে। আইন রক্ষার শপথ নেওয়া অবস্থায় দায়িত্বে থেকে একজন নিরপরাধ নাগরিককে অকথ্য নির্যাতনের মাধ্যমে হত্যা করা শুধু খুন নয়—এটি মানবতা, ন্যায়বিচার ও নাগরিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।
তাদের মতে, রায়হানের অসহায় আর্তনাদ ও মৃত্যুর আগে শেষ নিঃশ্বাসের স্মৃতি এখনও দেশের মানুষের বিবেককে কাঁদায়। এই অবস্থায় এসআই আকবর যদি আইনের ফাঁক গলে জামিনে মুক্তি পায়, তাহলে শুধু রায়হানের পরিবার নয়, সমগ্র জাতিই ন্যায়বিচারের প্রতি আস্থা হারাবে। তারা আশঙ্কা প্রকাশ করেন, জামিন মানেই তার হাতে প্রমাণ নষ্ট, সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন, এমনকি আবারও অপরাধ করার সুযোগ তৈরি হবে।
নাগরিকরা প্রশ্ন তুলেছেন—যেখানে একটি পরিবার সন্তানের লাশ বুকে নিয়ে ন্যায়বিচারের জন্য কাঁদছে, সেখানে কীভাবে একজন নির্মম খুনিকে মুক্তি দেওয়া যায়? তাদের মতে, এসআই আকবরের জামিন অপরাধীদের জন্য পুরস্কার এবং নিরীহ মানুষের জন্য ভয়ঙ্কর বার্তা—ক্ষমতা থাকলে খুন করেও বেঁচে যাওয়া সম্ভব। তারা অবিলম্বে আকবরের জামিন বাতিল ও দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
১১ আগস্ট ২০২৫