9.2 C
London
April 3, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

সিলেটে অসময়ে অসহনীয় গরম, মুক্তি কবে

প্রচণ্ড গরমে একপ্রকার অস্থির হয়ে উঠেছেন সিলিটেবাসী। বৃষ্টির প্রতীক্ষায় দিন কাটছে মানুষের। দেশের কোথাও কোথাও দু’এক পশলা বৃষ্টিপাত হলেও সিলেটে গত কয়েকদিন বৃষ্টি হয়নি।

অবশেষে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে সিলেটে দেখা মিলেছে বৃষ্টির। এতে নগরজীবনে খানিকটা স্বস্তি ফিরলেও গরম যেন পিছু ছাড়ছে না মানুষের। আবহাওয়া অফিসের তথ্যমতে সিলেটে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন সিলেটে এমন পরিস্থিতি থাকবে। তবে চলতি মাসের শেষের দিকে তাপমাত্রা কিছুটা সহনীয় হবে। শেষ রাতের দিকে মিলতে পারে ঠান্ডার অনুভূতি।

আবহাওয়া অফিস জানিয়েছে সিলেটে সাধারণত এপ্রিল-মে-জুন এই মাস গরম থাকে। তবে অতীতের পর্যবেক্ষনে দেখা গেছে সিলেটে সেপ্টেম্বর এমনকি অক্টোবর পর্যন্ত তীব্র গরম অনুভূত হয়েছে। এটি সিলেটের জন্য নতুন কিছু নয়।

ঢাকা আবহাওয়া অফিসের কর্মরত আবহাওয়াবিদ জানান, সিলেটে অতীতে সেপ্টেম্বর এমনকি অক্টোবর পর্যন্ত তীব্র গরম অনুভূত হয়েছে। এটি সিলেটের মানুষের জন্য চিন্তার বিষয় না। তবে সম্প্রতি বঙ্গোপসাগরে একটি লঘুচাপ ছিল। এটি চট্রগ্রাম পর্যন্ত এসে শেষ হয়েছে। এটি যদি সিলেট পর্যন্ত আসতো তাহলে তাপমাত্রা কিছুটা কম থাকতো।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ বলেন, সিলেট আগামী কয়েকদিন গরম কমার সম্ভাবনা নেই। কয়েক জায়গায় বৃষ্টি হলেও গরম থাকবে। তবে চলতি মাসের শেষের দিকে তাপমাত্রা কিছুটা সহনীয় হবে। অক্টোবরের শুরুর দিকে সিলেটে শীত নামতে পারে।

এম.কে
২০ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রে অর্থ উপদেষ্টা ও গভর্নরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত

হাসিনার অবস্থান নিশ্চিত করলো ভারত

গাজীপুর জেলা কারাগারে গোলাগুলি