TV3 BANGLA
বাংলাদেশ

সিলেটে ছাত্রলীগের হাতে আবারও কর্মী খুন

সিলেটে নিজ দলের ভিন্ন গ্রুপের সদস্যদের ছুরিকাঘাতে তুষার আহমদ চৌধুরী (১৯) নামে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে নগরের শাহী ঈদগাহ সংলগ্ন ভ্যালি সিটি আবাসিক এলাকার দ্বিতীয় ফটকে এ ঘটনা ঘটে।

তুষার আত্মগোপনে থাকা সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহার গ্রুপের কর্মী। নিহত তুষার আহমদ চৌধুরী নগরের অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ছাত্রলীগের দুটি গ্রুপের কথা কাটাকাটির জের ধরে তুষারকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ। গুরুতর অবস্থায় তুষারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, কথা কাটাকাটির জের ধরে ছুরিকাঘাত করে তাকে খুন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সূত্রঃ প্রথম আলো

এম.কে
১৬ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

উত্তরায় যৌথবাহিনীর অভিযানে মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে

গোপনে পুরো পরিবারের নামে পূর্বাচলে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা

রেমিট্যান্স পাঠানোয় শীর্ষে আরব আমিরাতের প্রবাসীরা