14.1 C
London
April 16, 2025
TV3 BANGLA
বাংলাদেশসিলেট

সিলেটে জিডি করতে আর পড়তে হবে না ঝামেলায়

পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে সিলেটে চালু হচ্ছে সব ধরনের অনলাইন জিডি সুবিধা। এখন থেকে ঘরে বসে সব ধরনের জিডি করতে পারবেন সিলেট মহানগরবাসী। সিলেট মেট্রোপলিটন পুলিশের ৬টি থানায় প্রাথমিক পর্যায়ে পাইলট ভিত্তিতে অনলাইন জিডি সেবা চালু করা হেবে ১৫ এপ্রিল থেকে।

সোমবার বিকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এতে জানানো হয়, প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে, থানায় সশরীরে উপস্থিত না হয়েও ঘরে বসে সকল ধরনের জিডি (সাধারণ ডায়েরি) করার সুবিধা চালু করছে বাংলাদেশ পুলিশ।

প্রাথমিক পর্যায়ে পাইলট ভিত্তিতে আগামী মঙ্গলবার (১৫ এপ্রিল) থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের সকল থানা-তে এ অনলাইন জিডি সেবা চালু করা হবে।

বর্তমানে অনলাইনে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যায়। তবে এখন থেকে অনলাইনে সকল ধরনের জিডি করা সম্ভব হবে।

এম.কে
১৫ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

পিলখানা হত্যাকান্ডঃ ভারতীয় এজেন্টদের রক্ষায় কতিপয় উপদেষ্টার জড়িত থাকার অভিযোগ

রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা বাড়াতে ব্রিটিশ আইনপ্রণেতাদের আহ্বান

কাঁদতে কাঁদতে আদালতে ব্যারিস্টার সুমন, বললেন ‘আমি খুব সরি স্যার’