6.1 C
London
March 4, 2025
TV3 BANGLA
বাংলাদেশসিলেট

সিলেট জাফলংয় সীমান্তে ভারতীয় পর্যটক কর্তৃক ঢিল ছোড়াছুড়ির ঘটনা

ঈদের চতুর্থ দিনে সিলেট গোয়াইনঘাটের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড় ছিল লক্ষনীয়। ঈদের ছুটিতে বরাবরের মতো এবারও পর্যটক দর্শনার্থদের ঢল নেমেছে সিলেটের গোয়াইনঘাটের পর্যটন কেন্দ্র গুলোতে।

তবে সব চাইতে বেশি পর্যটকের ভিড় ছিল জাফলং জিরো পয়েন্টে। যাদের বেশিরভাগ দর্শনার্থীই ছিলেন উঠতি তরুণ-তরুণী। নদী, স্বচ্ছ জল, আর ভারতের মেঘালয়ের ওমঘট নদীর উপর ঝুলন্ত ব্রিজ,টিলা পাহাড়ের পাশাপাশি এখানকার খাসিয়া পল্লী,মায়াবী ঝরণাও মন কাড়ে ভ্রমণ প্রেয়সীদের।

তবে ভ্রমণে আসা পর্যটকদের সাথে ভারত সীমান্তে ঘুরতে আসা পর্যটকদের ঢিল ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে বলে তথ্যমতে জানা যায়। ঘুর‍তে আসা পর্যটকরা জানান কোনো কারণ ছাড়াই ভারত সীমান্ত হতে ঢিল ছোঁড়া শুরু হয়। ভারতীয় পর্যটকেরা ঢিল ছুড়লে বাংলাদেশ সীমান্ত হতে বাংলাদেশি পর্যটকেরা ভারতীয়দের উদ্দেশ্যে ঢিল ছুড়েন।

ট্যুরিস্ট পুলিশের সাথে কথা বলে জানা যায় আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের সদস্যরা কাজ করছে। গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ বলেন,বেড়াতে আসা পর্যটকরা যাতে কোনভাবেই চুরি ডাকাতি ছিনতাই,মাদকসহ ভোগান্তিতে না পড়েন সেদিকে আমাদের নজর রয়েছে। পর্যটক দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা বিবেচনা করে ইউনিফর্ম ও সাদা পোষাকের একাধিক টিম নিয়োজিত রয়েছে। তবে ভারতীয় পর্যটকদের সাথে বাংলাদেশি পর্যটকদের ঢিল ছোড়াছুড়ির বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন স্থানীয় প্রশাসন।

সূত্রঃ ডিবিসি নিউজ

এম.কে
১৫ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

বাংলাদেশীদের জন্য ইউরোপের দেশ বুলগেরিয়ায় শ্রমিক ভিসা, বেতন ৬০০ ইউরো

ভিডিওতে সেনাসদস্যের হাতে ল্যাপটপ, বিস্তারিত জানাল আইএসপিআর

রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা বাড়াতে ব্রিটিশ আইনপ্রণেতাদের আহ্বান