19.2 C
London
August 17, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

সিলেট থেকে আড়াই লাখ ঘনফুট লুট করা পাথর উদ্ধার

সিলেট সদর উপজেলার ধুপাগুল পয়েন্ট ও মহালদি গ্রাম থেকে অবৈধভাবে লুট হওয়া প্রায় আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন।

শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে জেলার বিভিন্ন ক্রাশার মিল ও সংরক্ষণস্থল থেকে এসব পাথর জব্দ করা হয়।

উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ। অভিযানে আরও অংশ নেয় সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ প্রশাসনের বিভিন্ন বাহিনী।

ইউএনও খোশনূর রুবাইয়াৎ জানান, ধুপাগুলের একাধিক ক্রাশার মিল থেকে প্রায় দেড় লাখ ঘনফুট এবং মহালদি গ্রামে বিভিন্ন বাড়ি ও সড়কের পাশ থেকে আরও এক লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। অভিযানে পাথর মজুত ও পাচারের কাজে ব্যবহৃত গাড়ির সন্ধানও মিলেছে।

তিনি আরও বলেন, ‘পাথর উদ্ধারে আমাদের অভিযান এখনো চলছে। অবৈধভাবে উত্তোলিত প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।’

এর আগের দিন, শুক্রবার কোম্পানীগঞ্জের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে আরও এক লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়। সেগুলোর মধ্যে অর্ধেক পাথর পুনরায় উৎসস্থলে ফেরত দেওয়া হয়েছে, বাকি অংশও ফেরত দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

সূত্রঃ প্রথম আলো

এম.কে
১৬ আগস্ট ২০২৫

আরো পড়ুন

টিউলিপের উচিত এখন দায়িত্ব থেকে সরে দাঁড়ানোঃ দ্য টাইমস

শাবিপ্রবির হলে দুই বিড়ালছানাকে নৃশংসভাবে হত্যাঃ সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড়

বাংলাদেশে ব্রয়লার মুরগিতে নতুন ব্যাকটেরিয়াঃ কসাই দোকানের অপরিচ্ছন্নতা চরম পর্যায়ে