9 C
London
May 9, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

সিলেট সীমান্তে ভারতীয় বাহিনীর অনুপ্রবেশের চেষ্টা, সাহসী অবস্থানে প্রতিরোধ গড়ল স্থানীয়রা

সিলেট সীমান্তে চাঞ্চল্যকর এক ঘটনার জন্ম দিয়েছে স্থানীয় জনগণের সাহসী ভূমিকা। আজ দুপুরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অস্ত্রসহ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে এবং লাল পতাকা গেড়ে তাদের সীমানা সম্প্রসারণের চেষ্টা চালায়। তবে তাদের এ হঠকারী পদক্ষেপের বিরুদ্ধে মুহূর্তেই প্রতিরোধ গড়ে তোলে সেখানকার স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিকে কাজে লাগিয়ে ভারত যাতে বাংলাদেশের সীমান্তে আগ্রাসন চালাতে না পারে, সে আশঙ্কায় সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ গতকাল থেকেই সতর্ক অবস্থানে ছিল। ঘটনার সময় বিএসএফ সদস্যরা অস্ত্র নিয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে নিজেদের সীমানা দাবি করে পতাকা স্থাপন করে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তবে চমকপ্রদভাবে, বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই শতাধিক স্থানীয় মানুষ সেখানে উপস্থিত হয়ে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে সরব হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা চিৎকার করে বলেন, “এটা আমাদের সম্পত্তি। তোমাদের এখানে আসার অধিকার কে দিয়েছে? বেরিয়ে যাও।”

চোখ রাঙানোর উদ্দেশ্যে এক ভারতীয় সেনা বন্দুক তাক করতে গেলে, উত্তেজিত জনতা সোজাসাপটা জবাব দেয়, “বন্দুক তাক করেছিস কেন?” — তেজদীপ্ত এই উচ্চারণে মুহূর্তেই এলোমেলো হয়ে পড়ে বিএসএফ সদস্যরা। জনতার দৃঢ়তা ও উপস্থিত সাহসিকতায় তারা শেষপর্যন্ত পতাকা গুটিয়ে পিছু হটতে বাধ্য হয়।

স্থানীয়দের একজন বলেন, “আগে মনে হতো দেশটা একজনের। এখন মনে হয় দেশটা সবার। সবাই মিলে এখন দেশ রক্ষা করতে পারছে।”

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক কিছু অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের পর মানুষে মানুষে সাহস, সংহতি ও দেশপ্রেম বেড়েছে বলেই এমন প্রতিরোধ সম্ভব হয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৮ মে ২০২৫

আরো পড়ুন

বাংলাদেশে স্ত্রীর নির্যাতনের শিকার ৮০ শতাংশ পুরুষ!

অনলাইন ডেস্ক

শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে দুদক

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল করার বিষয়ে সবাই একমতঃ বদিউল আলম