19.8 C
London
October 6, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

সুনামগঞ্জের সমালোচিত রাজনীতিক আওয়ামীলীগ নেতা ব্যারিস্টার ইমনকে গ্রেফতার

ঢাকায় গ্রেফতার হয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতি ও জাতীয় পরিষদ সদস্য ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন। শনিবার (৪ অক্টোবর) রাত দেড়টার দিকে রাজধানীর ধানমণ্ডি ৭ নম্বর রোডের এলিয়ান্স আইকন ভবনের একটি ফ্ল্যাট থেকে ডিবি পুলিশের সাইবার দক্ষিণ বিভাগ তাকে গ্রেফতার করে।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতার আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তবে ঠিক কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

ব্যারিস্টার ইমন দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি ২০১২ সালে সরকার মনোনীত জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। পরের বছর, ২০১৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে পদত্যাগপত্র জমা দেন এবং পরে পুনরায় প্রশাসক হিসেবে দায়িত্বে ফিরে আসেন।

রাজনীতির পাশাপাশি তিনি আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ব্যারিস্টার ইমন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা যুবলীগের আহবায়ক হিসেবেও কাজ করেছেন।

গ্রেফতারের ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা হবে না।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৬ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

ফাঁদে পা না দেওয়ার আহ্বান শায়খ আহমাদুল্লাহর

রাষ্ট্র চালাতে ৫ বিলিয়িন ডলার দেবে প্রবাসীরা, উদ্যোগ পিনাকী ভট্টাচার্যের

শেখ হাসিনার হাতে আছে ১৮ দিন, অপশন মাত্র দুটি