7.1 C
London
January 15, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

সেনাপ্রধানের সাথে দেখা করলেন আলোচিত ক্যাপ্টেন আশিক

পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেয়ায় সেনাগৌরব পদক (এসজিপি) অর্জন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত ক্যাপ্টেন আশিক।

পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেয়া আলোচিত বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিক দেখা করেছেন সেনাপ্রধানের সাথে। রোববার (১৮ আগস্ট) দুপুরে সেনাপ্রধানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদারিত্ব বজায় রাখায় ক্যাপ্টেন আশিককে সাধুবাদ জানান সেনাপ্রধান ‎ওয়াকার-উজ-জামান। তার সাথে করমর্দন করে তাকে ভবিষ্যতের জন্যও অনুপ্রাণিত করেন আর্মি চিফ।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে এক নারীকে বেশ উচ্চবাচ্য করতে দেখা যায়। এরকম পরিস্থিতিতে ক্যাপ্টেন আশিক অত্যন্ত বিচক্ষণতা ও ধৈর্যের সাথে পরিস্থিতির সামাল দেন এবং সেটির সমাধান করেন।

এম.কে
১৮ আগস্ট ২০২৪

আরো পড়ুন

নিলামে সাবেক এমপিদের গাড়িঃ দর উঠল এক লাখ থেকে তিন কোটি টাকা

পাকিস্তানের কাছে ৪০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্র চাইছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বসবাসরত অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয়ঃ ডোনাল্ড ট্রাম্প