17.4 C
London
July 13, 2025
TV3 BANGLA
মধ্যপ্রাচ্যশীর্ষ খবর

সৌদিতে বাংলাদেশি যুবককে গলাকেটে হত্যা

সৌদি আরবের রিয়াদে এক বাংলাদেশি প্রবাসী যুবককে গলাকেটে হত্যার খবর পাওয়া গেছে।

 

জাকির হোসেন (২৯) নামে ওই যুবক রিয়াদের আল হারা এলাকায় একটি বাসায় থাকতেন। বুধবার (০৪ আগস্ট) সকালে ওই বাসাতেই জাকিরকে গলাকেটে ও ধারালো অস্ত্র নিয়ে আঘাত করে হত্যা করা হয়।

 

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জাকিরের বড় ভাই দুলাল মিয়া।  নিহত জাকির হোসেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার অরুয়াইলের মো. কাঞ্চন মিয়ার ছেলে।

 

ভাইয়ের নিহতের সংবাদ জানিয়ে দুলাল মিয়া জানান, তার শ্যালক ভাইয়ের হত্যাকাণ্ড তাকে সৌদি আরব থেকে জানিয়েছেন। বাসার ভেতরে জাকিরের রক্তাক্ত লাশের ছবি তারা দেখেছেন। তবে কারা এবং কি কারণে জাকিরকে এভাবে হত্যা করেছে, সে বিষয়ে পরিবারের সদস্যরা কিছু বলতে পারেননি।

 

দুলাল মিয়া জানান, ২০০৮ সাল থেকে সৌদি আরবে থাকেন জাকির। আড়াই বছর আগে বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে একবার দেশে এসেছিলেন ছুটিতে জাকির। কিছুদিন পর তার আবার দেশে আসার কথা ছিল।

 

৫ আগস্ট ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

রাজনীতিবিদ পদত্যাগের পর ফিরছেন সাংবাদিকতায়

বিলেতে বাড়ি কেনাবেচা: স্পেশালিস্ট মর্গেজ লেন্ডার

অনলাইন ডেস্ক

দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে ভারী বর্ষণের সতর্কতা

অনলাইন ডেস্ক