সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় মসজিদের অভ্যন্তরে ইফতার করায় নিষেধাজ্ঞা জারি করেছে। মসজিদের পরিচ্ছন্নতা বজায় রাখার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে খবরে জানা যায়। সৌদি আরবের রাজপুত্র মোহাম্মদ বিন সালমান রমজানের আগে মসজিদে ইফতার নিষিদ্ধ করার আদেশ জারি করলেন।
সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের আর্থিক অনুদান সংগ্রহ করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। ইফতারের জন্য অনুদান সংগ্রহ করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উল্লেখ্য যে, এই বছরের রমজান ২০২৪ সালের ১১ ই মার্চ শুরু এবং ২০২৪ সালের ৯ ই এপ্রিল শেষ হবার সম্ভাবনা রয়েছে। তবে সকল বিষয় চাঁদ দেখার সাথে সম্পর্কিত বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
লক্ষণীয় যে, মোহাম্মদ বিন সালমান ২০১৭ সালের জুন মাসে ক্রাউন প্রিন্সের দায়িত্ব নেয়ার পর সৌদি আরবে বেশ কয়েকটি আইনের সংস্কার সাধন করেছেন।
সূত্রঃ সৌদি ধর্ম মন্ত্রণালয়
এম.কে
০১ মার্চ ২০২৪