4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

হঠাৎ হারপিক নিয়ে কেন এত তোলপাড়

হারপিক নামটা শুনলেই সবার আগে মাথায় আসে এটা দিয়ে টয়লেট, বাথরুমের জীবাণু পরিষ্কার করা হয়। তবে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হারপিকের বোতল হাতে এক অনলাইন অ্যাক্টিভিস্টের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। যা নিয়ে রীতিমতো নেটিজেনদের হাসির খোরাক হয়েছে।

জানা গেছে, একটি অনলাইন টকশোকে কেন্দ্র করে এই ঘটনার জন্ম হয়েছে। ওই টকশোতে ছিলেন পলিটিকা টিভির তানভীর আহমেদ, কাজী ওমর, ব্যারিস্টার নিঝুম মজুমদার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আবদুল্লাহ।

টকশোতে আলোচকদের তর্ক-বিতর্কের একপর্যায়ে ব্যারিস্টার নিঝুম মজুমদারকে হারপিক দেখান সাইয়েদ আবদুল্লাহ। নিঝুম মজুমদার সাইয়েদ আবদুল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।বিষয়টি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

এর আগে নিঝুম মজুমদারের একটি ফোনকল সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে নিঝুম মজুমদার তার কথিত প্রেমিকাকে হারপিক খাওয়ার হুমকি দেন। যদিও ফোনকলটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী অভিযোগটি দায়ের করলেও ব্যারিস্টার ও সলিসিটর নিঝুম মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানান। এরপর থেকেই নেটিজেনরা নিঝুম মজুমদারকে কটাক্ষ করে ‘হারপিক মজুমদার’ নামে অবিহিত করছেন। যে লাইভ টকশোতে নিঝুমকে হারপিক দেখানো হয়, সেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আলোচনা করা হচ্ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই টকশোটি শেয়ার করেছেন। একজন লিখেছেন, ‘নিঝুম মজুমদারকে লাইভে হারপিক দিয়ে ধুয়ে দিলেন সাইয়্যেদ আব্দুল্লাহ।’ টকশোর নিচে শোয়াইব সাব্বির নামে এক দর্শক মন্তব্য করেছেন, ‘নিঝুম মজুমদার যেখানেই টকিং করতে আসবে সেখানেই ব্যাকগ্রাউন্ডে হারপিক মজাদার পোস্টার লাগাতে হবে।’ নেটিজেনদের অনেকেই বলছেন তর্কের খাতিরে তর্ক করতে হবে, এটা ব্যক্তি আক্রমণ। অনেকেই আবার বলছেন, নিঝুম মজুমদারকে যথাযথ জবাব দেওয়া হয়েছে।

বিষয়টি ভাইরাল হওয়ার পর সাইয়েদ আব্দুল্লাহ ফেসবুকে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি পোস্ট করেন, সেখানে তিনি ‍নিঝুম মজুমদারকে হারপিক দেখানোর কনটেক্সট জানান। তার ওই পোস্টে ২০২০ সালে ভাইরাল হওয়া একটি পোস্ট শেয়ার করেন তিনি। যেখানে নিঝুম মজুমদারের সঙ্গে তার কথিত প্রেমিকার ফোনালাপের সময় হারপিক খেয়ে আত্মহত্যার ঘটনা তুলে ধরা হয়। হারপিক খাওয়ার ঘটনা নিয়ে নিঝুম মজুমদার স্যোশাল মিডিয়াতে হাসির পাত্রে পরিনত হন বলে জানা যায়।

সূত্রঃ স্যোশাল মিডিয়া / কালবেলা

এম.কে
১৬ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

কবি হেলাল হাফিজ আর নেই

নিউজ ডেস্ক

আসছে নতুন টাকা, থাকছে ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’

রাশিয়ান গুপ্তচরেরা ইংল্যান্ডের রাস্তায় গোলযোগের পাঁয়তারা করছেঃ এমআই ফাইভ

নিউজ ডেস্ক