3.4 C
London
January 19, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

হাইকোর্টের চ্যালেঞ্জে হেরে গেলেন প্রিন্স হ্যারি

যুক্তরাজ্যে থাকাকালীন নিরাপত্তা সুরক্ষা নিয়ে সরকারের বিরুদ্ধে উচ্চ আদালতের চ্যালেঞ্জে হেরেছেন প্রিন্স হ্যারি।

ডিউক অব সাসেক্স একটি রায় বদলে দেওয়ার চেষ্টা করছিলেন। রায়ে মূলত বলা হয়েছিল, রাজপরিবার থেকে অনেকটা আলাদা হয়ে যাওয়ার কারণে তার নিরাপত্তার মর্যাদা হ্রাস পেয়েছে।

তবে তার আইনজীবীদের যুক্তি, অন্যায়ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর আগে হোম অফিস বলেছিল, তার নিরাপত্তার সিদ্ধান্ত কেস-বাই-কেস ভিত্তিতে নেওয়া হয়েছে।

ডিসেম্বরে যখন চ্যালেঞ্জটি করা হয় তখন হোম অফিসের আইনজীবীরা হাইকোর্টকে বলেছিলেন, প্রিন্স হ্যারি এখনো সর্বজনীনভাবে তহবিলযুক্ত পুলিশ সুরক্ষায় থাকবেন। তবে এই নিরাপত্তা রাজপরিবারের ফুল টাইম কর্মরতদের যেভাবে দেওয়া হয় সেভাবে দেওয়া হবে না। বরং তাকে আলাদাভাবে নিরাপত্তা দেওয়া হবে।

বুধবার সকালে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারক স্যার পিটার লেন কর্তৃক জারি করা রায়ের সঙ্গে বেশিরভাগ আইনি প্রক্রিয়ার মিল রয়েছে।

গত বছর প্রিন্স হ্যারি ব্রিটেন সফরের সময় পুলিশ সুরক্ষায় ব্যক্তিগত অর্থ প্রদানের অনুমতি দেওয়ার একটি আইনি চ্যালেঞ্জে হেরেছিলেন। এটি এমন একটি ব্যবস্থা যেখানে রাজপরিবারে ফুল-টাইম কর্মরত না হলে এই নিরাপত্তা বন্ধ করে দেওয়া হয়। এ নিয়ে হাইকোর্টে উদ্বেগ জানিয়েছিলেন হ্যারি।

সূত্রঃ বিবিসি

এম.কে
২৯ ফেব্রুয়ারি ২০২৪

আরো পড়ুন

এআই ব্যবহার, যুক্তরাজ্যে চাকরি হারাতে পারে ৮০ লাখ মানুষ

‘রুশনারা আলী ব্রিটেনের বিল্ডিং সেফটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন -সংবাদটি সত্য নয়’

এনার্জি বিল বাড়ায় বন্ধ হওয়ার ঝুঁকিতে ব্রিটেনের শত শত ক্ষুদ্র ব্যবসা

অনলাইন ডেস্ক