TV3 BANGLA
আন্তর্জাতিক

হামাসকে ট্রাম্পের চূড়ান্ত আলটিমেটামঃ রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে চুক্তি না হলে ভয়াবহ পরিণতি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে কঠোর আলটিমেটাম দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, আগামী রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে চুক্তি না হলে হামাসের ওপর এমন ভয়াবহ আঘাত আসবে যা ইতিহাসে আগে কখনও দেখা যায়নি।

ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে কেভিন স্টিল ট্রাম্পের এই বার্তা তুলে ধরেন। সেখানে ট্রাম্প বলেন, “হামাসের সঙ্গে রবিবার সন্ধ্যা ওয়াশিংটন ডিসি সময় সন্ধ্যা ৬টার মধ্যে একটি সমঝোতা হতে হবে। প্রতিটি দেশ ইতোমধ্যেই এই চুক্তিতে সম্মতি দিয়েছে।”

তিনি আরও সতর্ক করে বলেন, “এটি হলো হামাসের শেষ সুযোগ। যদি তারা সমঝোতায় না আসে, তবে সব নরক নেমে আসবে তাদের ওপর—এমন ভয়াবহ পরিস্থিতি যা পৃথিবী আগে কখনও দেখেনি।”

ট্রাম্পের এই বক্তব্য বিশ্বজুড়ে নতুন করে আলোড়ন তুলেছে। অনেক বিশ্লেষক মনে করছেন, তার এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। অন্যদিকে, চুক্তির পক্ষে একজোট হওয়া দেশগুলো এখন হামাসের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৪ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

বাংলাদেশি বংশোদ্ভূত শাবিপ্রবির প্রাক্তন ছাত্রের উদ্ভাবনঃ মাত্র ১০ মিনিটে ক্যানসার শনাক্তের যুগান্তকারী অর্জন

হিজবুল্লাহ প্রধানের নাম ঘোষণা

ফ্রান্সে দীর্ঘমেয়াদী রেসিডেন্ট পারমিটের জন্য নতুন নিয়ম চালু